একই পদে দুইবারের বেশি নয় : ক্রীড়া উপদেষ্টা

একই পদে দুইবারের বেশি নয় : ক্রীড়া উপদেষ্টা

আজ শুক্রবার খেলোয়াড়, কোচ, রেফারি ও সংগঠকদের সঙ্গে মত বিনিময় সভা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ক্রীড়াঙ্গনের অনেকেই অংশ নেন এই মত বিনিময় সভায়। কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টাও। তিনি জানান, কোনো ক্রীড়া সংস্থায় একই পদে দুই বারের বেশি নয়-এমন নিয়ম করতে যাচ্ছেন তারা।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘কোনো ক্রীড়া সংস্থায় একই পদে দুইবারের বেশি নয়। খেলা বা ফেডারেশনের প্রয়োজনে ওই ব্যক্তি অন্য পদে কাজ করতে পারে, কিন্তু একই পদে দুই বারের বেশি নয়।’

আসিফ মাহমুদ ফেডারেশন-ক্রীড়া সংস্থাগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকের পদের বিষয়টিকেই ইঙ্গিত দিয়েছেন, ‘অনেকেই ফেডারেশনের পদকে দায়িত্ব নয়, ক্ষমতার অংশ মনে করে। আমরা সেটা রোধে কাজ করছি। ক্রীড়াঙ্গনে বিরাজনীতিকরণ নিয়ে আমরা কাজ করছি। একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু ক্রীড়াঙ্গনে যেন প্রভাব যেন না আসে।’

এমনেতে ফেডারেশনে আর্থিক সমস্যা রয়েছে-সেটাও জেনেছেন ক্রীড়া উপদেষ্টা। এজন্য ফেডারেশনের বাজেট বাড়ানোর পাশাপাশি আর্থিক স্বচ্ছতার দিকেও চোখ আছে তার, ‘অবশ্যই খেলাধুলার জন্য বাজেট প্রয়োজন। আমরা বাজেট বৃদ্ধি ও স্পন্সরের বিষয়টি নিয়ে কাজ করছি। অনেক ফেডারেশন নিয়ে আমরা আর্থিক দুর্নীতি-অনিয়মের কথা শুনি। জাতীয় ক্রীড়া পরিষদ বা মন্ত্রণালয়ের কাছে ফেডারেশনগুলোর নিয়মিত অডিট রিপোর্ট দিতে হবে।’

এর আগে উপদেষ্টা অনেকেরই বক্তব্য শুনেন। অনেকে বক্তব্য না দিতে পারার আক্ষেপ থাকায় তাদের লিখিতভাবে জাতীয় ক্রীড়া পরিষদে অথবা ই-মেইল যোগে মতামত প্রেরণের অনুরোধ জানানো হয়। এই অনুষ্ঠানে প্রতিটি ফেডারেশন-এসোসিয়েশন থেকে একজন সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারি আমন্ত্রিত ছিলেন।

সম্পর্কিত খবর