লিটনের দেশে ফেরা এবার ভালোভাবে নেয়নি বিসিবি

লিটনের দেশে ফেরা এবার ভালোভাবে নেয়নি বিসিবি

ভারত থেকে গতকাল (মঙ্গলবার) ঢাকায় এসেছেন লিটন দাস। তবে এবারই প্রথম না, বরং চলতি বিশ্বকাপে এর আগেও ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে দেশে ফিরেছিলেন লিটন। তবে এই টুর্নামেন্টের মাঝেই দুবার দেশে ফেরায় তার উপর চটেছে বিসিবি। সূত্রমতে, লিটনকে কালের মধ্যে দলের সঙ্গে যোগ দেয়ার সময় বেঁধে দিয়েছে বোর্ড।

সুত্রমতে আরও জানা যায়, লিটনের এবারের দেশে ফেরাটা ভালোভাবে দেখছে না বিসিবি। হেড কোচ চান্দিকা হাথুরুসিংহের আপত্তি ছিল না। পরবর্তীতে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বিসিবি কর্তাদের সঙ্গে কথা বলে লিটনের ছুটির ব্যবস্থা করেন।

তবে মানবিক দিক বিবেচনা করে লিটনের দেশে আসার খবর শুনে বিরক্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের আগেই ৯ নভেম্বরের মধ্যে লিটনকে দলের সঙ্গে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আর তা না হলে এ বিষয়ে লিটনের বিপক্ষে বেশ কিছু কঠোর সিদ্ধান্তও আসতে পারে।

চলমান বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির মাঝেও নিজের ঝলক দেখাতে ভুলেননি টাইগার ওপেনার লিটন দাস। যদিও বেশ কিছু ম্যাচে দারুণ কিছু স্টার্ট পেয়েছিলেন, কিন্তু সে অনুযায়ী ইনিংস বড় করতে পারেননি। তবুও এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক লিটনই। এবারর বিশ্বকাপে আর মাত্র একটি ম্যাচ বাকি বাংলাদেশের, টুর্নামেন্টের হট ফেভারিট অস্ট্রেলিয়ার সঙ্গে। যদিও বিশ্বকাপের প্রেক্ষাপটে ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়মরক্ষার। তবে অজিদের বিপক্ষে এই ম্যাচের মাধ্যমেই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের খেলা কিংবা না খেলা কিছুটা হলেও নির্ভর করছে। সেক্ষেত্রে এ ম্যাচে অবশ্যই লিটনকে দলে চাইবে টিম টাইগার্স।

 

সম্পর্কিত খবর