সাইক্লিং বিশ্বকাপে দুর্ঘটনা, টিনেজ প্রতিযোগীর মৃত্যু
সাইক্লিং বিশ্বকাপে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। গতকাল শুক্রবার সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রতিযোগী সুইস টিনেজ সাইক্লিস্ট মুরিয়েল ফুরার এক দুর্ঘটনার শিকার হয়ে চলে গেছেন না ফেরার দেশে।
নারীদের জুনিয়র রোড রেসে অংশ নিচ্ছিলেন ১৮ বছর বয়সী এই সাইক্লিস্ট। বৃষ্টি পড়ছিল তখন। আর তাতেই ঘটে বিপত্তিটা। চাকা পিছলে গিয়ে তিনি ধাক্কা খান।
সুইস মিডিয়া জানাচ্ছে জুরিখের কাছে কুনসাখটের ওপরে এক বনাঞ্চলের দিকে, লেক জুরিখের পশ্চিমে এই দুর্ঘটনা ঘটেছে। এরপর মুরিয়েলকে খুঁজে পেতেও বেশ সময় কেটে যায়।
সেখান থেকে তাকে খুঁজে পাওয়ার পর দ্রুত নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে। সে দুর্ঘটনার ১০ মিনিট পর্যন্ত তিনি বেঁচে ছিলেন বলে জানা যায়।
সাইক্লিংয়ের গভর্নিং বডি একটি বিবৃতিতে জানায়, ‘মুরিয়েল ফুরার আজ জুরিখ বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আন্তর্জাতিক সাইক্লিং কমিউনিটি একজন রাইডারকে হারাল যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে ছিল।’
চলতি বছরটা দারুণ কাটছিল ফুরারের। তিনি এবার সুইস জাতীয় প্রতিযোগিতায় জুনিয়র টাইম ট্রায়াল ও রোড রেসে রূপা জিতেছিলেন।