সাকিবকে সমর্থন করেছেন না ডোনাল্ড

সাকিবকে সমর্থন করেছেন না ডোনাল্ড

অ্যাঞ্জেলো ম্যাথিউসের হওয়া ‘টাইমড আউট’ হওয়া নিয়ে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। কেউ কেউই বিষয়টাকে বিধি সম্মত বললেও অনেক সাবেক ক্রিকেটারই ম্যাথিউসের এমন আউটের সমালোচনা করেছেন। বিতর্কিত এই ঘটনার রেশ এখনও শেষ হয়নি। বরং এবার এ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

গতকাল (মঙ্গলবার) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড বলেন, ‘আমার মনে হয় এটার (টাইমড আউট) কারণে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স ম্লান হয়ে গেছে। সত্যি বলতে আমি এখনো একটু হতভম্ব। ব্যক্তি ও ক্রিকেটার হিসেবে এটি আসলে আমার মূল্যবোধের ব্যাপার। বয়সভিত্তিক দল, ক্লাব ক্রিকেট, রাজ্য ক্রিকেট, আন্তর্জাতিক, আমার গোটা জীবনে কখনোই, কখনোই এমন কিছু দেখিনি নিশ্চিতভাবেই।’

ম্যাথিউস যে রকম পরিস্থিতির শিকার হয়েছেন, এ রকম ঘটনা যে কারও সঙ্গেই ঘটতে পারে, সেটিও মনে করিয়ে দিতে গিয়ে একটি উদাহরণও টেনেছেন ডোনাল্ড। পাশাপাশি করেছেন সাকিবের সমালোচনাও।  

‘এটা (টাইমড আউট) দেখতে খুব হতাশার লেগেছে। মানলাম সাকিব সুযোগ নিয়েছে। সে বলেছে, আমি জেতার জন্য যা যা সম্ভব করেছি।’ আপনি আমার কথা শুনেই বুঝতে পারছেন, ব্যাপারটা আমার অপছন্দ…এমনকিছু আমি পছন্দ করি না। এমন কিছু ঘটতে দেখা সত্যিই খুব কঠিন…শ্রীলঙ্কার অন্যতম সেরা খেলোয়াড় কোনো বল না খেলেই আউট হয়ে চলে গেল!’

টাইমড আউটের এই ঘটনায় মাইকেল ভনসহ বেশ কিছু ক্রিকেটার সাকিবের পক্ষে থাকলেও, এই সিদ্ধান্তের বিপক্ষেও কথা বলছেন আরও অনেকে। এমনকি পাকিস্তানের গণমাধ্যম এ স্পোর্টসের এক অনুষ্ঠানে ওয়াসিম, আকরাম, মইন খান এবং মিসবাহ উল হকের মতো সাবেক কিংবদন্তি ক্রিকেটারদেরও এই সিদ্ধান্তের বিপক্ষে নিজেদের মত প্রকাশ করতে দেখা গেছে।

সম্পর্কিত খবর