অন্তত ২৫ ওভারের আশা তৃতীয় দিনে

অন্তত ২৫ ওভারের আশা তৃতীয় দিনে

কানপুরে আজ সকাল থেকে বৃষ্টি নেই। তবু বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা মাঠে গড়ায়নি। কেন? কারণ ভেজা আউটফিল্ড।

এই কারণে সকালের সেশনে একটা ওভারও মাঠে গড়ায়নি। এরপর সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও খেলা হয়নি। কারণ ওই একটাই। 

সকাল ১০টায় একবার মাঠ পরিদর্শনে নেমেছিলেন আম্পায়াররা। সন্তুষ্ট না হওয়ায় ১২টায় আবারও পরিদর্শনের সময় দিয়ে যান তারা। এরপর সে পরিদর্শনের সময়ও মাঠের পরিস্থিতি সন্তুষ্ট করতে পারেনি তাদের। 

সে কারণে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ডাকা হয়েছে আরও একবার মাঠ পরিদর্শন। তখন সন্তুষ্ট হলে খেলা গড়াবে মাঠে।

এখন মূল প্রশ্ন হচ্ছে খেলা হবে কত সময় ধরে? অফিসিয়ালরা জানাচ্ছেন অন্তত ২৫ ওভারের আশায় আছেন তারা।

তবে এখানে একটা শর্ত আছে। যদি আজকের দিনে আর বৃষ্টি না হয় তাহলে। যদি বৃষ্টি হয়, তাহলে তো সারা দিনে মাঠ কর্মীদের সব চেষ্টা আক্ষরিক অর্থেই জলে ভেসে যাবে!

তার শঙ্কাও আছে বৈকি! কানপুরের আকাশে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। আজকের দিনের বৃষ্টির পূর্বাভাসও কিন্তু তাই বলছে!

 

সম্পর্কিত খবর