কলকাতায় দ্বিতীয় সেমিতে অজিদের মুখোমুখি প্রোটিয়ারা

কলকাতায় দ্বিতীয় সেমিতে অজিদের মুখোমুখি প্রোটিয়ারা

এবারের বিশ্বকাপ আসরের প্রথম রাউন্ডের খেলা প্রায় শেষ পর্যায়ে। আর বাকি রয়েছে ছয়টি ম্যাচ। ৪র্থ স্থানের জন্য একের অধিক দল এখনো লড়াই চালিয়ে গেলেও সেমির দৌড়ে নিজেদের জায়গা পাকাপোক্ত করে ফেলেছে তিন পরাশক্তি ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। গতকাল আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার দূর্দান্ত জয়ের মাধ্যমেই হিসেবটি এখন নিশ্চিত হওয়া গেছে।

একচেটিয়া দাপট দেখিয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে স্বাগতিক ভারত। যাদের স্পর্শ করার কোনো সম্ভাবনাই আর নেই। আট ম্যাচে ছয়টি করে জয় ছিনিয়ে নিয়ে ২য় ও ৩য় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলের হিসেব মতে নিচ থেকে কোনো দলই আর তাদের জায়গা দখল করতে পারবে না। তবে তাদের নিজেদের মধ্যে স্থান পরিবর্তন হওয়া সম্ভব, কিন্তু এতে তেমন কোনো প্রভাবই মোট হিসেবের উপর পড়বে না।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের প্রথম ও চতুর্থ স্থানের দল খেলবে প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় ও তৃতীয় দল খেলবে দ্বিতীয় সেমিফাইনাল। তাই এটা বলাই যায় যে আগামী ১৬ নভেম্বরে ইডেন গার্ডেনসে দ্বিতীয় সেমিতে প্রোটিয়াদের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সম্পর্কিত খবর