অধিনায়কত্ব নিয়ে বিসিবিকে এখনও কিছুই জানাননি সাকিব
এক বিশ্বকাপ শেষ মানেই চার বছর পর আরেক বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সময়। দীর্ঘমেয়াদি পরিকল্পনার ছক কষে সামনে এগোনোর সময়। পরের বিশ্বকাপটা যেহেতু আরও চার বছর পরে, সে প্রক্রিয়ার প্রথম ও প্রধান কাজটাই হচ্ছে নেতা নির্বাচন।
চলতি বিশ্বকাপে সাকিব আল হাসান দলকে নেতৃত্ব দিয়েছেন, তার আগের তিন বছর দিয়েছেন তামিম ইকবাল। হঠাৎ এই নেতৃত্ব পরিবর্তনে দলও যে ঠিক মানিয়ে নিতে পারেনি, তার ছাপ খেলায় পড়েছে স্পষ্ট। পরের বিশ্বকাপেও তেমন কিছুর পুনরাবৃত্তি নিশ্চিতভাবেই চাইবে না বাংলাদেশ। তাই সাসটেইনেবল কাউকে খুঁজে বের করার প্রক্রিয়াটা শুরু করতে হবে এখনই।
তবে তার আগের প্রক্রিয়াটা সাকিব আল হাসানকেই সারতে হবে। বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে তিনি পরিষ্কারই জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপের পর আর একদিনও নেতৃত্বে থাকছেন না তিনি।
বলেছিলেন, ‘এখন যে বাস্তবতা, আমি শুধু এই বিশ্বকাপ পর্যন্তই অধিনায়কত্ব করব। এর এক দিন পরই না। আমি হাসিমুখে খেলতে চেয়েছি, উপভোগ করতে চেয়েছি। বাংলাদেশের হয়ে পারফর্ম করতে চেয়েছি। এই একটা কারণেই অধিনায়কত্ব করতে চাইনি। এই পর্যায়ে এসে অধিনায়কত্ব কি কোনো ভ্যালু অ্যাড করছে? আমি তো মনে করি না।’
অধিনায়কত্বটা তার জন্য বাড়তি দায়িত্বের চাপ নিয়ে আসে তার কাঁধে। সে কারণে এবারও নেতৃত্বে অনীহা ছিল তার। এবারের বিশ্বকাপে যা হলো, তাতে সাকিবের জন্য বাস্তবতাটা আরও কঠিনই হয়েছে, সহজ নয়। তাই বিশ্বকাপের পর তাকে দলের অধিনায়কত্ব করতে দেখার সম্ভাবনাটা কমই।
তবে খোলা চোখে সম্ভাবনাটা যত কমই লাগুক, সাকিব তার নেতৃত্বের বিষয়ে বিসিবিকে জানাননি কিছুই। বিষয়টি স্পোর্টস বাংলাকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
তিনি জানান, ‘সে হয়তো কোনো একটা মিডিয়ায় বলেছিল, তবে অফিসিয়ালি আমাদের এখনো জানায়নি ক্যাপ্টেন্সি না করার কথা। ক্রিকেটের মধ্যে জোরাজুরি করে কাউকে আনাটাই ভুল। কেউই অপরিহার্য্য নয় এখন এটা বুঝাতে হবে।’
নতুন অধিনায়ক বাছাইয়ের কাজ কম ঝক্কির নয়। খেলোয়াড়ের ভেতর ‘ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল’ আছে কি না, দলের প্রতি যথেষ্ট নিবেদিত কি না, চার বছর টানা খেলে যাওয়ার মতো শারীরিকভাবে ফিট কি না, পারফর্মার কি না… কতো বিষয় ভাবনায় আনতে হয়! সাকিবের এভাবে মুখে কুলুপ এঁটে বসা বিসিবিকেও ফেলে দিয়েছে দোটানায়। আপাতত তাই সাকিবের সিদ্ধান্তের দিকেই চেয়ে আছে বিসিবি।