যে কারণে নির্বাচকের পদ ছাড়লেন ইউসুফ
পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফকে জাতীয় নির্বাচক কমিটিতে রেখেছিল পিসিবি। তবে তিনি তা থেকে হঠাৎই সরে দাঁড়িয়েছেন। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পিসিবি।
ইউসুফের ওপর দায়িত্ব শুধু একটা নয়। হাই পারফর্ম্যান্স দলের ব্যাটিং কোচের দায়িত্বও ছিল তার ওপর। মূলত সে দায়িত্বটা ভালোভাবে পালনের লক্ষ্যেই তিনি সরে দাঁড়িয়েছেন নির্বাচকের পদ থেকে।
পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘নির্বাচক কমিটির সদস্য হিসেবে তার অমূল্য অবদানের জন্য পিসিবি মোহাম্মদ ইউসুফের প্রতি কৃতজ্ঞ। ইউসুফ পিসিবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকবেন। তার বিস্তর অভিজ্ঞতা আর জ্ঞান তিনি কাজে লাগাবেন হাই পারফর্ম্যান্স সেন্টারের ব্যাটিং কোচের দায়িত্বে।’
ইউসুফ পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের কোচ ছিলেন এর আগে। তার অধীনে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তৃতীয় হয়েছিল পাক যুবারা।