মুমিনুলের পর শান্তকেও হারাল বাংলাদেশ

মুমিনুলের পর শান্তকেও হারাল বাংলাদেশ

চতুর্থ দিনের শেষে দুই অপরাজিত ব্যাটার ছিলেন সাদমান ইসলাম আর মুমিনুল হক। দিনের শুরুতেই মুমিনুলকে খুইয়ে বসে বাংলাদেশ। তবে এরপর সে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলাম। চতুর্থ উইকেট জুটিতে দুজনে যোগ করেন ৫৫ রান যোগ করেন। এরপরই শান্ত বিদায় নেন রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে।

২ উইকেট খুইয়ে ২৬, দিনের শুরুতে এই ম্যাচের পঞ্চম দিন শুরু করেছিল বাংলাদেশ। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল সকালেই আউট হন রবিচন্দ্রন অশ্বিনের বলে।
প্রথম ইনিংসে সেঞ্চুরির একটা বড় অংশ এসেছিল সুইপ শটে। ২২টা সুইপ শট খেলেছিলেন তিনি। সেই সুইপেই দ্বিতীয় ইনিংসে সর্বনাশ হয় মুমিনুলের।

তাকে সুইপ করতে দেখে লেগ স্লিপে লোকেশ রাহুলকে নিয়ে আসেন অশ্বিন। মুমিনুল ক্যাচ দেন সেই সেখানেই।

তার বিদায়ের পর ধাক্কাটা ভালোভাবেই সামলেছে বাংলাদেশ। শান্তর সঙ্গে মিলে সাদমান ইসলাম খেলেছেন ইতিবাচক ক্রিকেট। ৫৫ রানের জুটিতে দুজন খেলছিলেন বেশ ভালো।

তবে অতি ইতিবাচক হতে গিয়েই সর্বনাশটা ডেকে এনেছেন শান্ত। রবীন্দ্র জাদেজার প্রথম বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি। তাতে ১০০ পেরোনোর আগেই ৪ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ।

সম্পর্কিত খবর