স্টোকসের সেঞ্চুরিতে ইংলিশদের রান পাহাড়
সেমিফাইনালের আশা শেষ অনেক আগেই। ইংলিশদের লড়াইটা এখন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা গড়ে নেওয়ার। সে লক্ষ্যেই ইংল্যান্ড আজ মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডসের। অল ইউরোপ ডার্বিতে আজ দলটিকে বড় এক পুঁজিই এনে দিয়েছেন বেন স্টোকস। তার দারুণ এক সেঞ্চুরিতে ইংলিশরা গড়েছে ৩৩৯ রানের পাহাড়।
টস জিতে ব্যাট করতে নেমে ইংলিশরা শুরু থেকেই চড়াও হয় ডাচদের ওপর। পাওয়ারপ্লেতে জনি বেয়ারস্টোর উইকেট হারিয়ে তুলে ফেলে ৭০ রান। ওপেনার দাভিদ মালান জো রুটকে নিয়ে রান তুলছিলেন দ্রুত।
তবে দৃশ্যটা বদলে যায় ২১ থেকে ৩০তম ওভারে। জো রুট রিভার্স স্কুপ করতে গিয়ে বোল্ড হন, এরপর দাভিদ মালানও বিদায় নেন একটু পরই। এরপর ১৯২ রান তুলতে হ্যারি ব্রুক, জস বাটলার আর মইন আলীকেও খুইয়ে বসে ইংল্যান্ড।
বেন স্টোকসের কীর্তির শুরু তখনই। ক্রিস ওকসকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে যান বুক চিতিয়ে। দুজন মিলে পরের ১৩.২ ওভারে তোলেন ১২৯ রান। তাতেই ইংলিশদের রানের পাহাড় গড়া নিশ্চিত হয়ে যায়।
ফিফটির ঠিক পর ওকস বিদায় নেন। সেঞ্চুরির একটু পর ইনিংসের শেষ ওভারে স্টোকসও। ইনিংসের শেষ বলে অলআউটও হয়ে গেল ইংল্যান্ড। তবে তাতে কী! দলের স্কোরবোর্ডে যে ততক্ষণে যোগ হয়ে গেছে ৩৩৯ রান!