সাকিব-শিশিরের ব্যাংক হিসাব তলব

সাকিব-শিশিরের ব্যাংক হিসাব তলব

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করেছে। 

আজ বুধবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিএফআইইউ চিঠি পাঠিয়েছে। সে চিঠিতে পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট (এফডিআর) ও ডিপোজিট প্লাস স্কিম (ডিপিএস) হিসাবের তথ্য বলেছে বিএফআইইউ। বিষয়টি স্পোর্টস বাংলাকে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিবকে ২০২৩ সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দামে হেরফের করার জন্য ৫০ লাখ টাকা জরিমানা করেছিল।

এদিকে সাকিব আল হাসান ভারতে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজের মাঝে জানিয়ে দিয়েছেন তিনি টি-টোয়েন্টি ফরম্যাট ও টেস্ট ছেড়ে দিচ্ছেন। তবে শেষ টেস্টটা তিনি খেলতে চেয়েছিলেন মিরপুরে।

টেস্ট সিরিজ শেষ হতেই সাকিব চলে গেছেন যুক্তরাষ্ট্রে। গেল ৫ আগস্ট সরকার পতনের আগে থেকেই তিনি ছিলেন দেশের বাইরে। মাগুরা ১ আসনের সাবেক এই সংসদ সদস্য দেশে আসা ও দেশ থেকে নিরাপদে বের হওয়ার জন্য সবুজ সংকেত পেলেই কেবল বাংলাদেশে পা রাখবেন। কিন্তু সেটা সামগ্রিক পরিস্থিতির কারণে এখন সেটার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। 

সম্পর্কিত খবর