কোন সারার প্রেমে মজেছেন গিল

কোন সারার প্রেমে মজেছেন গিল

সারা টেন্ডুলকার- শচীন টেন্ডুলকার কন্যা হিসেবেই তাকে সবাই চেনেন এবং আলোচনায় থাকলে সেটা নিয়েই থাকার কথা। কিন্তু সারা এই মুহূর্তে টক অব দ্য ক্রিকেট হয়ে আছেন শুভমান গিল নামের এক ভারতীয় ক্রিকেটারের জন্য। গুঞ্জন আছে শচীন কন্যার সাথে চুটিয়ে প্রেম করছেন এই ওপেনার।

মাঠে নামলেই নিয়মিত তাকে শুনতে হচ্ছে সারাকে নিয়ে নানান রকম ধ্বনি। এইতো সেদিনই স্লিপে ফিল্ডিং করছিলেন গিল আর কোহলি। গ্যালারি থেকে সারাকে নিয়ে স্লোগান ভেসে আসছিলো বার বার। ব্যাপারটা দেখে বিরাট কোহলি ইশারা দিলেন। আর ভক্তরা তাতেই চুপ হলেন আর গিলের নামেই স্লোগান দিলেন। বিরাট আরো একবার মনে করিয়ে দিলেন ওর নাম গিল, সারা নয়।

গিলের সাথে সারার গুঞ্জন অবশ্য নতুন কিছু না। যদিও এর আগে তাকে নিয়েই গুঞ্জন ছিল শাহরুখ কন্যা সুহানা খান এবং সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানকে নিয়ে। শাহরুখের মেয়েকে নিয়ে যখন কথা উঠেছিলো তখন গিল ছিলেন কলকাতার ক্রিকেটার। এরপর সারাকে আলী খানের সাথে গিলকে দুবাইয়ের একটা রেস্টুরেন্টে দেখা গিয়েছিলো। পরে সেটা নিয়েও মুখ খুলেছিলেন গিল। তবে অনেকেই এখনো সংশয়ে আছেন গিলের সাথে আসলেই কোন সারার প্রণয়? এবার স্বয়ং সাইফ কন্যা নিজেই খোলাসা করলেন কোন সারাকে নিয়ে স্লোগান হচ্ছে?

জনপ্রিয় টিভি শো কফি উইথ কারানে অতিথি হিসেবে ছিলেন সারা আলী খান। সেখানে তাকে এই বিষয়ে প্রশ্ন করেন কারান জোহর। “আরে গোটা দুনিয়া ভুল সারার পিছনে পড়ে আছে। আমি নই। এই সারা আসলে অন্য সারা…”

অর্থাৎ শচীন কন্যা নাকি সাইফ কন্যা সেটা আরও একবার সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব। তবে গিলের পক্ষ থেকে উত্তর আসেনি কোনো। যদিও শচীন কন্যার নিয়মিত মাঠে যাওয়াটা সন্দেহ জোরালো করেছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কর্মকাণ্ড সন্দেহ বাড়িয়েছে অনেক।

সম্পর্কিত খবর