বরিশালের অধিনায়ক তামিমই

বরিশালের অধিনায়ক তামিমই

গেল মৌসুমে বরিশালকে অধরা বিপিএল শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছিলেন তামিম ইকবাল। তার হাত ধরেই গেল মৌসুমের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শিরোপা জেতে ফরচুন বরিশাল। নতুন মৌসুমে সেই তার ওপরই ভরসা রাখছে দলটা। বিপিএল ২০২৫ এ ফরচুন বরিশালের অধিনায়ক থাকছেন তামিমই।

বিপিএলের নতুন আসরের আগে আজ এ ঘোষণা দিয়েছে দলটা। জানিয়েছে আগামী আসরে বরিশালে থাকছেন তিনি, থাকবেন অধিনায়ক হিসেবেই। নিজেদের ফেসবুক পাতায় ফরচুন বরিশাল লিখেছে, ‘ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ।’

চলতি অক্টোবরের ১৪ তারিখ বিপিএলের নিলাম হওয়ার কথা আছে। আর বিপিএলের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর কথা আছে আগামী ২৭ ডিসেম্বর।

বিপিএলের এবারের আসরে ঢাকা আর চট্টগ্রামে ফিরে আসছে পুরোনো ফ্র্যাঞ্চাইজি। এদিকে রাজশাহী দীর্ঘ ২০১৯-২০ আসরের পর আবারও ফ্র্যাঞ্চাইজি পাচ্ছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।

সম্পর্কিত খবর