এটা তোমার পাড়ার টুর্নামেন্ট নয়, পাক ক্রিকেটারকে শামির ‘ধমক’

এটা তোমার পাড়ার টুর্নামেন্ট নয়, পাক ক্রিকেটারকে শামির ‘ধমক’

বিসিসিআই আর আইসিসি মিলে মোহাম্মদ শামি আর মোহাম্মদ সিরাজকে সন্দেহজনক বল দিচ্ছে, এমন কথা বলে বড় বিতর্কেরই জন্ম দিয়ে বসেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা। তার এমন কথার দাঁতভাঙা জবাবই দিয়েছেন শামি। বলেছেন, এটা তোমার পাড়ার টুর্নামেন্ট নয়। 

সাবেক পাক ক্রিকেটার রাজা সম্প্রতি এবিএন নিউজে বলেন, ‘যেভাবে সিরাজ আর শামি সুইং করিয়েছে বল, তাতে লাগছে আইসিসি আর বিসিসিআই তাদের আলাদা ও সন্দেহজনক বল দিচ্ছে প্রতি ম্যাচে। বলের ওপর তদন্ত করা উচিত। বাড়তি সুইংয়ের জন্য বাড়তি কোটিং দেওয়া হচ্ছে বলে মনে হচ্ছে।’ 

এমন কথা বলে হাসান বড় আলোচনা-সমালোচনারই জন্ম দেন। পাকিস্তানেরই সাবেক ক্রিকেটারদের তোপের মুখে পড়ে যান তিনি। ওয়াসিম আকরাম যেমন বলেছিলেন, ‘আমি শেষ কিছু দিন ধরে এ নিয়ে পড়েছি। বিশ্বের সামনে আমাদের (পাকিস্তানিদের) কৌতুকের লক্ষ্যবস্তু বানিয়ে দিও না। এসব অপমানজনক কথাবার্তাগুলো নিজের কাছেই রাখো।’

এরপর শামি তার ইনস্টাগ্রাম স্টোরিতে রীতিমতো ধুয়ে দেন হাসান। তিনি বলেন, ‘একটু তো লজ্জা থাকা উচিত! খেলায় মনোযোগ দাও, এসব কথাবার্তায় নয়। এটা বিশ্বকাপ, তোমার পাড়ার টুর্নামেন্ট নয়। তুমিও তো একদিন খেলোয়াড় ছিলে, না?’

ভারতীয় পেস ত্রয়ী শামি, সিরাজ আর যশপ্রীত বুমরাহ মিলে এবারের বিশ্বকাপে তুলে নিয়েছেন ৪১ উইকেট। শামি নিজেও আছেন আগুনে ফর্মে। চার ম্যাচে তুলে নিয়েছেন ১৬ উইকেট। বনে গেছেন ভারতের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীও।

সম্পর্কিত খবর