আর্জেন্টিনা স্কোয়াডে ফিরলেন মেসি, নেই মার্তিনেজ

আর্জেন্টিনা স্কোয়াডে ফিরলেন মেসি, নেই মার্তিনেজ

আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার পর থেকেই মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। গোড়ালির চোটের কারণে তিনি প্রায় দুই মাস ছিলেন মাঠের বাইরে। তবে এক উইন্ডো পর তিনি আবারও ফিরেছেন আকাশী সাদাদের স্কোয়াডে। তাকে নিয়েই অক্টোবর উইন্ডোর স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। 

তবে তিনি ফিরে এলেও পুরো শক্তির দল পাচ্ছে না আর্জেন্টিনা। দলের অন্যতম মূল ভরসার নাম গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে রাখতে পারেননি কোচ। অশোভন আচরণের কারণে আগামী দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন তিনি। 

তাকে ছাড়া বাকি সবাই আছেন এই স্কোয়াডে। মার্তিনেজের জায়গায় দলে জায়গা করে নিয়েছেন গোলরক্ষক ওয়ালতার বেনিতেজ।

চলতি মাসে দুটো বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলা আর বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচ আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে। এরপর ১৬ অক্টোবর বলিভিয়াকে আতিথ্য দেবে বিশ্ব চ্যাম্পিয়নরা। 

গোলরক্ষক - হেরোনিমো রুইয়ি, হুয়ান মুসো, ওয়ালতার বেনিতেজ

ডিফেন্ডার - গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, জার্মান পেৎজেলা, নিকলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনইয়া, নিকলাস তালিয়াফিকো

মিডফিল্ডার- লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল, এক্সেকিয়েল প্যালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা

ফরোয়ার্ড- আলেহান্দ্রো গার্নাচো, নিকো গঞ্জালেজ, নিকো পাজ, পাওলো দিবালা, লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ এবং ভালেন্তিন কারবনি

সম্পর্কিত খবর