টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষ তাদের স্কটল্যান্ড।
এই ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিয়েছে স্বাগতিক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে। টস জিতেই তিনি নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।
টস জিতে কেন এই সিদ্ধান্ত? তিনি জানালেন, এই উইকেটে বল ব্যাটে আসবে ভালোভাবেই। এখানে টস জিতে ব্যাট করাকেই ভালো সিদ্ধান্ত বলে মনে হচ্ছে।
তিনি আরও যোগ করেন, পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয়টা বেশ ভালো বিষয় ছিল। নারী ক্রিকেট বাংলাদেশে বেশ এগিয়ে যাচ্ছে। আমাদের মেয়েরা এখানে সেটা প্রমাণ করতে চায়।