টানা ছয় হারের পর জয় দেখল ইংল্যান্ড

টানা ছয় হারের পর জয় দেখল ইংল্যান্ড

১০ অক্টোবর, ২০২৩। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম জয়ের দিন। ধর্মশালায় সেদিন বাংলাদেশের বিপক্ষে ১৩৭ রানের দাপুটে জয় পেয়েছিল ইংল্যান্ড। এরপর বিশ্বকাপে আরও ছয় ম্যাচ খেলেছে জস বাটলারের দল। কিন্তু জয় অধরাই থেকেছে তাদের। এর মাঝে আফগানিস্তানের বিপক্ষে দুঃস্বপ্নের হারও সইতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। অবশেষে দূরের স্বপ্নে পরিণত হওয়া জয়টি পেয়েছে ইংল্যান্ড। বুধবার পুনেতে ডাচদের ১৬০ রানে হারিয়ে আবার জয়ের ধারায় ফিরেছে তারা।
মহারাষ্ট্র ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুতেই বেয়ারস্টোকে (১৫) হারালেও ক্রিজে খুঁটি গেঁড়ে দাঁড়িয়ে যান ডেভিড ম্যালান। ৭৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। ম্যালান ফিরলেও ইংল্যান্ড খুব একটা বিপাকে পড়েনি, কারণ বেন স্টোকস যে ততক্ষণে হাল ধরে ফেলেছেন।
রুট, ব্রুক, মঈনরা অল্প রানে ফিরলেও সপ্তম উইকেটে ক্রিস ওকসকে (৫১) নিয়ে ৮১ বলে ১২৯ রানের জুটি গড়েন স্টোকস। ঝোড়ো ব্যাটিংয়ে পেয়ে যান একদিনের ক্রিকেটে নিজের পঞ্চম সেঞ্চুরি। ৭৮ বলে সেঞ্চুরি ছোঁয়ার পর ১০৮ রানে থামেন তিনি। ইংল্যান্ডের ততক্ষণে ৩৩৯ রানের পাহাড় গড়া হয়ে গেছে।
সে রান তাড়া করতে নেমে ১৩ রানেই ২ উইকেট হারিয়ে বসে নেদারল্যান্ডস। মাঝে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট (৩৩) এবং অধিনায়ক স্কট এডওয়ার্ডস (৩৮) কিছুটা প্রতিরোধ গড়েন। তেজা নিদানামারু খেলেন ৪১ রানের ইনিংস। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের রানপাহাড় টপকাতে পারেনি ডাচরা। অলআউট হয় ১৭৯ রান তুলে।
ইংল্যান্ডের এই জয়ে উপকার হলো বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে কিছুটা হলেও এগিয়ে গেল সাকিব আল হাসানের দল।

সম্পর্কিত খবর