সাকিবের ফেরা ও রিয়াদের শেষ নিয়ে যা বললেন শান্ত
সাকিব আল হাসান মিরপুরের মাঠে তার শেষ টেস্ট খেলার যে ইচ্ছে প্রকাশ করেছেন তা নিয়ে এখনো শঙ্কা কাটেনি। তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে থাকবেন কীনা সেটিও নিশ্চিত নয়। তবে তার সতীর্থরা পাশে আছেন। তেমনটাই শোনালেন নাজমুল হোসেন শান্ত। আজ গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়েও একটা ইঙ্গিত দিলেন বাংলাদেশ অধিনায়ক।
৬ অক্টোবর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতি পর্বের ফাঁকে আজ গণমাধ্যমের মুখোমুখি হলেন শান্ত। যেখানে উঠে এলো সাকিবের অবসর প্রসঙ্গটাও। টি-টোয়েন্টি থেকে সাকিব অবসর নিয়েছেন। সামনে ঢাকায় প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে অবসর নিতে চান সাদা পোশাকের ক্রিকেট থেকেও।
কিন্তু সাকিব কি ঢাকায় এসে খেলার জন্য যে নিরাপত্তার শর্ত দিয়েছেন তা পূরণ হবে? ম্যাচ খেলে দেশ ছাড়তে পারবেন তিনি? কারণ তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যও ছিলেন তিনি। তার নিরাপত্তা নিয়ে চাপ তো আছেই। সাকিব প্রসঙ্গে অধিনায়ক শান্ত বললেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারে যেটা বললেন, এটা অবশ্যই উনি যদি দেশের মাটিতে গিয়ে খেলতে পারেন এটা আমাদের প্রত্যেক ক্রিকেটারের জন্য একটা স্বস্তির ব্যাপার হবে।’
সাকিব টি-টোয়েন্টি দলে নেই এটাও কিছুটা ভাবাচ্ছে বাংলাদেশ অধিনায়ককে। ১৭৬ ম্যাচ খেলা এই টি-টোয়েন্টি লিজেন্ডকে ছাড়া খেলতে কেমন হবে এনিয়ে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটা হলো, অবশ্যই উনি এতদিন ছিলেন এখন এগারোজন সাজাতে একটু প্রবলেম হবেই। কারণ, উনি দুই দিক থেকে ভালো। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি। আমরা আশা করবো মিরাজ ওই জায়গাটায় চেষ্টা করবে দ্রুত মানিয়ে নেওয়ার জন্য। সাকিব ভাই নাই, এটা আমাদের জন্য নতুন ব্যাপার, বিশেষ করে এই সংস্করণে। এখানে মিরাজ আছে, আশা করবো যে মিরাজ আমাদেরকে ভালো একটা শুরু দেবে।’
এদিকে কথা হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়েও। এই প্রসঙ্গে অধিনায়ক শান্ত বলছিলেন, ‘আমি যতটুকু বুঝতে পারি, এই সিরিজটা রিয়াদ ভাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। হয়তো তিনি নির্বাচকদের সঙ্গে কথাও বলেছেন। তবে এখনই আমি সবকিছু পরিষ্কার করছি না। আমি বিশ্বাস করি, বোর্ড নির্বাচকদের সঙ্গে এ নিয়ে একটা যোগাযোগ হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে রিয়াদকে প্রশ্ন উঠায় শান্ত আরও বলেন, ‘মাহমুদউল্লাহ দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলেছেন। তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন। হয়তো কিছু ম্যাচ তিনি শেষ করতে পারেননি। এটি দিয়ে তার সামর্থ্য যাচাই করা যায় না।’