চট্টগ্রামের কোচ শন টেইট
বিপিএলের উত্তাপ একটু একটু করে লাগতে শুরু করেছে। এই বছরের শেষদিকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ পর্ব। ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তাইতো দল গড়তে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এ অবস্থায় চমক দেখাল চিটাগাং কিংস। দলটির প্রধান কোচের দায়িত্ব পেলেন অজি তারকা শন টেইট।
অস্ট্রেলিয়ান এই প্রাক্তন পেসার চট্টগ্রামের হয়ে ২০১৩ সালে ক্রিকেটার হিসেবে খেলেছিলেন। এবার ফিরলেন প্রধান কোচের দায়িত্ব নিয়ে।
২৭ ডিসেম্বর থেকে বিপিএল শুরু হবে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারের আসরে তিনটি দলে পরিবর্তন আসছে। ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরে এসেছে। কুমিল্লার কোনো দল থাকছে না। নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী থেকে দেখা যাবে।
বিপিএলে এবার নাম ও মালিকানায় পরিবর্তন এনেছে ঢাকা। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নিয়েছেন চলচ্চিত্র তারকা শাকিব খান। তার দলের নাম ‘ঢাকা ক্যাপিটালস’।