ক্যাচ মিসের দুঃখ ভুললেন রাবেয়া উইকেট শিকারে
পাওয়ার প্লেতে সুযোগ একটা এসেছিল বাংলাদেশের সামনে। মারুফা খাতুনের বলে ইংলিশ ওপেনার মাইয়া বাউচিয়ার ক্যাচ তুলেছিলেন। কিন্তু রাবেয়া খানের হাতে ক্যাচটা যে জমলো না! সেই সুযোগে শুরুর ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ইংল্যান্ড তুলে নিল ৪৭ রান।
এমন একটা শুরুই চেয়েছিল ইংল্যান্ড। তবে পাওয়ার প্লে’র পর নিজের প্রথম ওভারেই ক্যাচ মিসের দুঃখ ভুললেন রাবেয়া খান। ফিরিয়ে দিলেন সেই মাইয়া বাউচিয়ারকে। ক্যাচটা নেন নাহিদা আক্তার। ১৮ বলে ২৩ রান করে ফিরেন ওপেনার বাউচিয়ার। ইংল্যান্ড তাদের প্রথম উইকেট হারায় দলীয় ৪৮ রানে।
একটা উইকেট পতন মানে আরেকটির পথ তৈরি করা। এরই ধারাবাহিকতায় ইংল্যান্ড চটজলদি আরেকটি উইকেট হারায়। ওয়ানডাউনে নামা ন্যাট স্কিভার-বার্নটকে ফেরান স্পিনার ফাহিমা খাতুন। ১৫ ওভার শেষে এই রিপোর্ট লেখার সময় ইংল্যান্ড তুলেছিল ৪ উইকেটে ৮৭ রান।
নিরাপদ ভঙ্গিতে পাওয়ার প্লে পার করার পর ইংল্যান্ড আক্রমণের তেজ বাড়ানোর পরিকল্পনা করছিল। ঠিক সেই সময়ে পাঁচ রানের মধ্যে দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশ লড়াইয়ে ফেরে।
শারজায় টসে জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড নারী দল মূলত যা করতে চেয়েছিল তার প্রাথমিক লক্ষ্য তারা পুরো করে। শুরুর ১০ ওভারে তাদের সঞ্চয় ২ উইকেটে ৬২ রান।
শারজার স্লো এবং লো বাউন্সের উইকেটে ১৪০ এর ওপরে যে কোনো রান তাড়া করা বড় চ্যালেঞ্জ। ইংল্যান্ডকে এই রানের মধ্যে বাংলাদেশ আটকে রাখতে পারলেই হলো। আগের ম্যাচের সেরা খেলোয়াড় রিতু মনি এই ম্যাচেও তার দ্বিতীয় ওভারেই সাফল্য পান। ইংলিশ অধিনায়ক হিদার নাইটের প্রাইজ উইকেট পান তিনি। ৭ বলে ৬ রান তুলে নাইট বোল্ড হন।
উইকেটে জমে যাওয়া ওপেনার ড্যানি ওয়াট হজকে ৪১ রানে ফিরিয়ে দিয়ে নাহিদা আক্তার বাংলাদেশ শিবিরে আনন্দ ছড়ান।
উইকেট স্পিন সহায়ক দেখে ইংল্যান্ড একাদশে চারজন স্পিনার নিয়ে দল সাজিয়েছে। বাংলাদেশ তাদের আগের ম্যাচের একাদশে একটি বদল এনেছে। মুরশিদা খাতুনের জায়গায় এই ম্যাচে খেলছেন দিলারা আক্তার।
বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, সোভহানা মুস্তারি, সোমা আক্তার, রাবেয়া, দিলারা আক্তার, সাথী রানী, মারুফা আক্তার, তেজ নাহার।