ভারতের একাদশ কেমন হবে আজ?
ভারত-বাংলাদেশ এবার মুখোমুখি হচ্ছে টি-টোয়েন্টির লড়াইয়ে। আজ সন্ধ্যায় গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি। এই ম্যাচে বাংলাদেশ আর ভারত, দুই দলই বেশ কিছু চমক উপহার দিতে পারে নিজেদের একাদশ দিয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা অনেকেই এই স্কোয়াডে নেই ভারতের। শিভম দুবে যাও ছিলেন, সেই তাকে ছিটকে দিয়েছে চোট, তার বদলে দলে এসেছেন তিলক ভার্মা। তবে স্কোয়াডে দুবের জায়গা নিতে পারেন নিতিশ কুমার রেড্ডি।
গেল আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে মায়াঙ্ক যাদব আলো কেড়েছিলেন তার গতি দিয়ে। তার আজ অভিষেক হয়ে যেতে পারে।
এছাড়া সাঞ্জু স্যামসন ফিরতে পারেন ওপেনিংয়ে। সঙ্গী হিসেবে পাবেন স্কোয়াডের একমাত্র ‘ওপেনার’ অভিষেক শর্মাকে।
ভারতের সম্ভাব্য একাদশ: ১. অভিষেক শর্মা, ২. সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ৩. সূর্যকুমার যাদব (অধিনায়ক), ৪. রিয়ান পরাগ, ৫. নিতীশ কুমার রেড্ডি, ৬. হার্দিক পান্ডিয়া, ৭. রিঙ্কু সিং, ৮. ওয়াশিংটন সুন্দর, ৯. রবি বিষ্ণোই, ১০. মায়াঙ্ক যাদব/হারশিত রানা, ১১. আরশদীপ সিং।