দলে ফিরলেন মিরাজ-ইমন

দলে ফিরলেন মিরাজ-ইমন

হতাশার অন্য নাম হয়েই থেকেছে টেস্ট সিরিজ। হোয়াইট ওয়াশের সেই হতাশা পেছনে ফেলে আজ রোববার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের। গোয়ালিয়রে মুখোমুখি দুই দল। যেখানে টস ভাগ্য সঙ্গে থাকল না নাজমুল হোসেন শান্তর। টসে জিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন। তার মানে শুরুতেই ব্যাটিংয়ে বাংলাদেশ।

ভারতের মধ্য প্রদেশের গোয়ালিয়রের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়াল। মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামটি ভারতের ৫৪তম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু।

ভারতের পক্ষে দুজনের অভিষেক হলো আজ। আইপিএলে বল হাতে দারুণ খেলা মায়াঙ্ক যাদব ও নিতিশ কুমার রেড্ডির টি-টোয়েন্টি অভিষেক হলো।

বাংলাদেশ একাদশে চার পরিবর্তন। পারভেজ হোসেন ইমন প্রায় দুই বছর পর আবার টি-টোয়েন্টি দলে ফিরলেন। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফিরলেন প্রায় ১৫ মাস পর। একাদশে জায়গা পেলেন জাকের আলি ও শরিফুল ইসলামও।

অবসর নেওয়ায় আগের দল থেকে নেই সাকিব আল হাসান। আর বাদ পড়লেন তানজিম হাসান, তানজিদ হাসান ও সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

ভারতীয় একাদশ: সুর্যকুমার যাদব, অভিষেক শার্মা, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পারাগ, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদিপ সিং, মায়াঙ্ক যাদব।

সম্পর্কিত খবর