অবসরে মেগ ল্যানিং
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকাই অবসর নিলেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক মেগ ল্যানিং। চলতি বছর ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এরপর আর কোনো ম্যাচে খেলতে নামেননি। চোটের কারণে যুক্তরাজ্যের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলেননি ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।
অবসরের ঘোষণায় তিনি বলেন, “অবসরের সিদ্ধান্তটি কঠিন ছিল তবে তা নিয়েছি, কারণ এতাই সঠিক সময় বলে আমি মনে করছি। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি এই ১৩ বছরের ক্রিকেটীয় জীবন উপভোগ করতে পারার জন্য। কিন্তু এখন আমার জন্য সঠিক সময় অন্যকিছুতে নিজেকে মনোনিবেশ করার জন্য।”
এছাড়াও দল এবং পরিবার সম্পর্কেও তিনি আবেগঘন মত ব্যক্ত করেন। “দলের সাফল্যের কারণেই আপনি খেলাটি খেলেন, আমি যা অর্জন করতে পেরেছি। তাতে আমি গর্বিত এবং সতীর্থদের সাথে ভাগ করে নেওয়া মুহূর্তগুলি আজীবন মনে রাখব। আমি আমার পরিবার, আমার সতীর্থ, ক্রিকেট ভিক্টোরিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই তাদের সমর্থনের জন্য। আমার আন্তর্জাতিক ক্যারিয়ার জুড়ে যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকেও আমি অনেক ধন্যবাদ জানাতে চাই।”
চলতি বছর ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি।