নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তানের সেমিফাইনালের সমীকরণ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:৪০ পিএম | ০৯ নভেম্বর, ২০২৩

ভারত, দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়া ইতোমধ্যেই চলে গেছে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে। চার নম্বর দল হিসেবে সেমিতে যাবে কে, তা নিয়ে রয়ে গেছে সংশয়। সে জায়গাটি নিয়ে লড়াইটা জমে উঠেছে পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। শেষ চারে যেতে হলে তিন দলকে কোন সমীকরণ মেলাতে হবে, তা এক নজরে দেখে নেওয়া যাক–

নিউজিল্যান্ড
ম্যাচ ৮
পয়েন্ট ৮
নেট রান রেট ০.৩৯৮
টানা চার ম্যাচ জিতে বিশ্বকাপটা কি দুর্দান্তভাবেই না শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে সেই কিউইরাই কি না হেরে বসেছে নিজেদের পরের চার ম্যাচে। ফলে বিশ্বকাপের শেষ চারে খেলাটা এখনো নিশ্চিত নয় তাদের। 

আজ শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছেন কেন উইলিয়ামসনরা। লঙ্কানদের বিপক্ষে জিতলে, আর পাকিস্তান আফগানিস্তান নিজেদের ম্যাচে হেরে বসলে ১০ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড সরাসরিই যাবে সেমিতে।

বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় আজকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে বেশ। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হলে পাকিস্তান বা আফগানিস্তান যে কেউ নিজেদের ম্যাচে জিতে গেলেই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে যাবে নিউজিল্যান্ডের।

 

পাকিস্তান
ম্যাচ ৮
পয়েন্ট ৮
নেট রান রেট ০.০৩৬
১৯৯২ সালের চ্যাম্পিয়নদেরকে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতেই হবে। তার আগে চেয়ে থাকতে হবে আফগানিস্তান আর নিউজিল্যান্ডের ম্যাচের দিকে। এই দুই দল হেরে গেলে, আর পাকিস্তান জয় তুলে নিলে ১০ পয়েন্ট নিয়ে শেষ চারে যাবে পাকিস্তান।

তবে নিউজিল্যান্ড জিতে গেলে পাকিস্তানকে শেষ ম্যাচে ইংলিশদের হারাতে হবে কমপক্ষে ১০০ রানে, যেন নেট রান রেটটা নিউজিল্যান্ডের ওপরে নিয়ে যাওয়া যায়। তাহলেই কেবল শেষ চারে খেলতে পারবে পাকিস্তান।

 

আফগানিস্তান
ম্যাচ ৮
পয়েন্ট ৮
নেট রান রেট -০.৩৩৮

নিজেদের ইতিহাসের সেরা বিশ্বকাপ কাটানো আফগানিস্তান এখন লড়ছে বিশ্বকাপের সেমিফাইনালের জন্যও। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন রশিদ খানরা। সে ম্যাচে জিতলে আর পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলই নিজেদের ম্যাচে হেরে বসলে সেমিফাইনালে পরিষ্কারভাবেই চলে যাবে আফগানরা।
যদি তিন দলই নিজেদের শেষ ম্যাচে জেতে, তাহলে সব দলের পয়েন্টই ১০ এ এসে আটকাবে। তখন সামনে চলে আসবে নেট রান রেটের হিসাব। তখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে শেষ ম্যাচে জয়ের ব্যবধান।

খেলার দুনিয়া | ফলো করুন :