টি-টোয়েন্টিকে বিদায় বললেন মাহমুদউল্লাহ
গুঞ্জনটাই সত্যি হলো। চলমান ভারত সিরিজের পর আর বাংলাদেশের জার্সি গায়ে টি-টোয়েন্টি খেলবেন না মাহমুদউল্লাহ রিয়াদ। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টা জানিয়েছেন মাহমুদউল্লাহ নিজেই।
আগামীকাল ৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। তার আগে আজ সংবাদ সম্মেলনে বিষয়টি জানালেন। আগামী ১২ অক্টোবর হায়দরাবাদে তিনি খেলবেন তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
তিনি বলেন, ‘হ্যাঁ আমি অবসর নিচ্ছি টি-টোয়েন্টি থেকে। এটাই আমার শেষ সিরিজ। আসলে এখানে আসার আগেই সিদ্ধান্তটা নিয়েছিলাম। কোচ, ক্যাপ্টেন সবাই জানত। আমার মনে হয় এই সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময়। পরের বিশ্বকাপের জন্য এখনই প্রস্তুতি শুরু করা উচিৎ।’
ভারত সিরিজ দিয়ে বিদায়ের বিষয়টা বহু আগেই ভেবে রেখেছিলেন মাহমুদউল্লাহ। সেটা বিসিবিকেও জানিয়েছেন তখনই। মাঠ থেকে বিদায় নেওয়ার দৃষ্টান্ত বাংলাদেশের ক্রিকেটে খুব একটা নেই। মাহমুদউল্লাহর এই সিদ্ধান্তকে তাই স্বাগত জানিয়েছে বিসিবি।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলেছেন। তবে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। বিশেষ করে আফগানিস্তান ম্যাচে তার পারফর্ম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন মাহমুদউল্লাহ। এরপর চলতি ভারত সিরিজের প্রথম ম্যাচেও তিনি অহেতুক শট খেলে আউট হয়েছেন দলের প্রয়োজনের মুহূর্তে। ফলে সমালোচনা ক্রমে বাড়ছিল। এরই মধ্যে এবার তার অবসরের ঘোষণা আসতে যাচ্ছে।
২০০৭ সালে বিশ্বকাপের ঠিক আগে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক তার। এরপর থেকে বাংলাদেশের হয়ে ১৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। যা আবার চতুর্থ সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড। ব্যাট হাতে করেছেন ২৩৯৫ রান।
টি-টোয়েন্টি থেকে অবসরের কথা সপ্তাহদুয়েক আগে জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। এবার দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও হাঁটলেন সে পথে।