পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনার ম্যাচ
আগামীকাল বাংলাদেশ সময় রাত ৩টায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলার কথা ভেনেজুয়েলার মাঠে। বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচ খেলতে ভেনেজুয়েলাতে এখনও পা রাখেনি। এবার আলোচনার টেবিলে উঠে এসেছে ম্যাচটা পিছিয়ে দেওয়ার কথাও। এর কারণ হচ্ছে হারিকেন!
আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচদুটোর আগে ক্যাম্প করেছে ফ্লোরিডায়। সেই ফ্লোরিডার অদূরে এবার আছড়ে পড়তে যাচ্ছে হারিকেন মিল্টন। যার কারণে ভ্রমণ সূচি ওলটপালট হয়ে গেছে দলটার।
ফ্লোরিডা থেকে ভেনেজুয়েলার মাতুরিনে আগেই চলে যাওয়ার কথা ছিল স্কালোনির দলের। তবে হারিকেন মিল্টন তাতে বাঁধ সেধেছে। ক্যাটেগরি ৫ মাত্রার এই হারিকেন আঘাত হানার কথা আছে ফ্লোরিডার ট্যাম্পা নামক স্থানে। সে কারণে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তাই ফ্লোরিডা থেকে দলটা ভেনেজুয়েলায় যেতে পারছে না।
সে বিষয়ে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। তবে নিরাপদে থাকাটা আরও বেশি গুরুত্বপূর্ণ… দেখা যাক আমরা আগামীকাল (বুধবার) ভ্রমণ করতে পারি কি না।’
তবে বুধবার যাত্রাটাও অনিশ্চিত হয়ে আছে তাদের। যার ফলে দুশ্চিন্তায় আছেন স্কালোনি। তিনি বলেন, ‘আমরা কোনো কিছু নিয়ে নিশ্চিত হতে পারছি না। দুর্ভাবনা তাই থাকছেই।’
হারিকেনের কথা ভেবে মঙ্গলবারই ভেনেজুয়েলায় চলে যেতে চেয়েছিলেন স্কালোনি। তবে কর্তৃপক্ষ সে সুযোগটা দেয়নি আর্জেন্টিনাকে।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলারও সরাসরি ফ্লাইট নেই। ট্রানজিট নিয়ে তবেই যেতে হবে সেখানে। যার ফলে স্কালোনির ভাবনার শেষ নেই! তিনি বলেন, ‘কাজটা আমাদের জন্য কঠিন হতে চলেছে। ম্যাচের আগের দিন পৌঁছাব আমরা। যাত্রাপথে একটা বিরতিও থাকবে, কারণ আমেরিকা থেকে ভেনেজুয়েলায় সরাসরি ফ্লাইটের অনুমতি নেই।’