দিল্লিতে যে একাদশ নিয়ে মাঠে নামবে ভারত

দিল্লিতে যে একাদশ নিয়ে মাঠে নামবে ভারত

প্রথম ম্যাচে ভারত বাংলাদেশকে হারিয়েছে। শুধু হারায়ইনি, পুরো ম্যাচে একচেটিয়া দাপট দেখিয়েছে। এরপর আজ বুধবার দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ পকেটে পুরে ফেলার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটা।

আগের ম্যাচে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে বাংলাদেশকে কোনো প্রকার সুযোগই দেয়নি স্বাগতিকরা। দলের প্রত্যেকেই দেখিয়েছেন, তারা কেন সেরা। দলে আছেন আবার একগাদা অলরাউন্ডার, যারা ব্যাটের পাশাপাশি বোলিংয়েও বেশ সফল।

যার ফলে আজও কম্বিনেশনে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। যার ফলে হারশিত রানার অপেক্ষা বাড়তে পারে আরও।

গতকাল ঐচ্ছিক অনুশীলন ছিল দলটার। সেখানে আরশদীপ সিং, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক যাদবরা ছুটি কাটিয়েছেন। আজকের ম্যাচে এই তিনজনকে নিয়েই গড়া হতে পারে ভারতের পেস আক্রমণ।

সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), নীতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং, মায়াঙ্ক যাদব।

সম্পর্কিত খবর