বোলিংয়ে বাংলাদেশ, শরিফুলের জায়গায় সাকিব

বোলিংয়ে বাংলাদেশ, শরিফুলের জায়গায় সাকিব

ফেভারিট কে? এই প্রশ্নটা এখন সিরিজে হাস্যকর শোনাচ্ছে। অন্তত সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বেহাল ক্রিকেটেই যেন সিরিজের সমাধান করে দিয়েছে। সেই হিসেব উল্টে দিতে হলে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। দিল্লিতে ডু আর ডাই সেই ম্যাচে বাংলাদেশ টসে জিতে বোলিং বেছে নিয়েছে।

এই ম্যাচের একাদশে একটি বদল নিয়ে খেলছে বাংলাদেশ। পেসার শরিফুলের জায়গায় দলে এসেছেন তানজিম হাসান সাকিব। ভারত তাদের আগের ম্যাচের জয়ী দল নিয়েই খেলছে।

গোয়ালিওরে সিরিজের প্রথম টি- টোয়েন্টিতে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১২৭ রান। ভারত ১২ ওভারের সেই ম্যাচ জিতে নেয় ৭ উইকেটে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর, তাসকিন ও তানজিম হাসান সাকিব।

সম্পর্কিত খবর