উইন্ডিজকে হারিয়ে আশা জিইয়ে রাখতে চায় বাংলাদেশ

উইন্ডিজকে হারিয়ে আশা জিইয়ে রাখতে চায় বাংলাদেশ

দুটো ম্যাচ শেষ। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ বাকি আর দুটো। তার প্রথমটা আজ উইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দলটা আশা জিইয়ে রাখতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ইংল্যান্ডের বিপক্ষে ১১৯ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। সে আফসোসটা আছে দলে। তবে সেটা ঝেড়ে ফেলেই আজ উইন্ডিজের মুখোমুখি হচ্ছেন নিগাররা।

তিনি জানালেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে খুব ভালো সুযোগ ছিল আমাদের। আমরা পারিনি, তবে সেই ম্যাচ এখন শেষ। পরের ম্যাচে নিজেদের সেরাটা খেলতে চাই আমরা। আমার বিশ্বাস, সেই সামর্থ্য আমাদের আছে। এই দলটি গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করছে এই টুর্নামেন্টের জন্য। আমরা সবাই দলের জন্য ভালো করতে চাই।’

উইন্ডিজের বিপক্ষে ‘ভালো কিছু’ চান নিগার। সে ভালো কিছু যে জয়, প্রথম দুই ম্যাচের দারুণ পারফর্ম্যান্সের পর তা আর বলে না দিলেও হয়। তবে সে ভালো কিছু পেতে হলে নিজেদের সেরাটা ঢেলে দেওয়ার কোনো বিকল্প নেই। সেটা আবারও মনে করিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, ‘দেশে যে ক্রিকেটাররা আছে, তাদেরও একই চাওয়া। আগের দুই ম্যাচের ভুলগুলো সামনে আর পুনরাবৃত্তি করতে চাই না আমরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করতে হলে নিজেদের সেরাটা দিতে হবে আমাদের।’

নিগার আরও যোগ করেন, প্রথম দুই ম্যাচের অভিজ্ঞতা এই ম্যাচে কাজে লাগাতে চায় তার দল, ’গত দুটি ম্যাচ আমাদের জন্য বেশ ভালো ছিল। একটিতে আমরা জিতেছি, একটি হেরেছি। তবে আমরা অনেক কিছু শিখেছি, বুঝতে পেরেছি আমাদের কী করতে হবে। সেই ইতিবাচক দিকগুলোকে সঙ্গী করে আমরা এগিয়ে যেতে চাই, যা পরের ম্যাচে আমাদের সহায়তা করবে।’

আগের দুই ম্যাচ শারজাতে খেলেছে বাংলাদেশ। আজও ওই মাঠেই দল নামবে উইন্ডিজের বিপক্ষে। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

সম্পর্কিত খবর