আফসোস ভুলে বাংলাদেশের চোখে সেমিফাইনাল-স্বপ্ন

আফসোস ভুলে বাংলাদেশের চোখে সেমিফাইনাল-স্বপ্ন

পরিস্থিতিটা এখন অন্যরকমই হতে পারত। স্কটল্যান্ডকে হারিয়ে তাদেরই প্রতিবেশী ইংল্যান্ডকেও যদি হারটা উপহার দেওয়া যেত, তাহলে এতক্ষণে বাংলাদেশ সেমিফাইনালের চৌকাঠে পা দিয়েই দিত। কিন্তু দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে নাগালে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। যার ফলে আফসোসের শেষ ছিল না অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির।

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে আজ বৃহস্পতিবার। বাংলাদেশ সময় রাত ৮টায় হবে এই ম্যাচ।

দলের অভিজ্ঞ স্পিনার ও সহ-অধিনায়ক নাহিদা আক্তারের মনেও আফসোস আছে খানিকটা। তবে সে আফসোস ভুলে এখন সামনে তাকাচ্ছেন তিনি। জানালেন, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা রাখতে চায় দল।

তিনি এক ভিডিওবার্তায় বলেছেন, ‘গত ম্যাচের হারটা অবশ্যই আমাদের জন্য কষ্টদায়ক, খারাপ লাগার একটা জায়গা। এই কয়দিনে আমাদের যে অনুশীলন সেশন চলছে, আমরা চেষ্টা করছি ওই জায়গা থেকে বের হওয়ার এবং কীভাবে আরেকটু উন্নতি করা যায় এবং ম্যাচে তা কাজে লাগানো যায়।’

দুই ম্যাচ শেষ। বাংলাদেশের হাতে আছে আর দুটো ম্যাচ। যেখানে আবার দলের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আর শিরোপা প্রত্যাশী দক্ষিণ আফ্রিকা। তবে আমিরাতের কন্ডিশনে তাদেরকে হারাতে চায় বাংলাদেশ।

নাহিদার কথা, ‘যেহেতু আমরা সেমি-ফাইনাল খেলতে চাই, এই দুটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ আমার জন্য। পরের ম্যাচ আমাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আমরা এই ম্যাচে মনোযোগ দিচ্ছি যে, কীভাবে জিততে পারি।’

‘আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি জিততে পারি, তাহলে সেমি-ফাইনালে যাওয়াটা সহজ হবে আমাদের জন্য। সব দিক থেকেই আমাদের মনোযোগ পরের ম্যাচে। এই ম্যাচে ভালো করার জন্য… শুধু ভালো করার জন্য নয়, জয়ের জন্য নামব আমরা এবং জেতার জন্য যা যা করা দরকার, চেষ্টা করব করার।’

সম্পর্কিত খবর