সভাপতি পদে মনোনয়ন নিলেন তাবিথ আউয়াল

সভাপতি পদে মনোনয়ন নিলেন তাবিথ আউয়াল

আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন এবার বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন। তাবিথ আউয়াল প্রাথমিক কাজটা সারলেন আজ বৃহস্পতিবার। সভাপতি পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। 

গতকাল থেকে শুরু হয়েছে মনোনয়ন ফর্ম সংগ্রহ করার সময়। কালই তার ফরম সংগ্রহ করার কথা ছিল। তবে তাবিথ আউয়াল অপেক্ষার অবসান ঘটিয়ে ফরম নিলেন আজ। 

তিনি সশরীরে অবশ্য বাফুফে ভবনে আসেননি। তার পক্ষে ফর্ম সংগ্রহ করেন তার ক্লাব নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত ভূঁইয়া শাহীন। 

তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘তিনি নোফেল স্পোর্টিং ক্লাবের সভাপতি, আমি সাধারণ সম্পাদক। তিনি আমার সভাপতি তাই আমি অফিসিয়াল প্রধান হিসেবে তার ফরম সংগ্রহ করেছি। তাছাড়া তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। পূজা উপলক্ষে তার ব্যস্ততাও থাকতে পারে।’ শাহীন নিজে মনোনয়ন পদে ফরম নিয়েছেন গতকাল।

সাবেক বাফুফে সহ-সভাপতি তাবিথ মনোনয়ন নেওয়ার সময় বাফুফেতে আসেননি। তবে জমা দেওয়ার সময় তিনি ঠিকই আসবেন বলে জানালেন শাহীন। বললেন, ‘আজ না আসলেও মনোনয়ন জমা দেয়ার সময় তিনি আসবেন’। আগামী ১৩ ও ১৪ অক্টোবর বাফুফে নির্বাচনের মনোনয়ন দাখিলের দিন ধার্য্য করা হয়েছে।

সম্পর্কিত খবর