ডু অর ডাই ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডু অর ডাই ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

দু’দলের পয়েন্ট সমান। দুই ম্যাচে এক হার এক জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিজেদের তৃতীয় ম্যাচ। জিতলে এগিয়ে যাওয়া। হারলেই স্বপ্ন মিইয়ে যাওয়া। এক অর্থে ডু অর ডাই ম্যাচের সমীকরণ এটি। বাংলাদেশের বিরুদ্ধে এমন হিসেবের ম্যাচে টসে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বেছে নিয়েছে বোলিং। স্পিন সহায়ক উইকেটে এই ম্যাচেও বাংলাদেশ বোলিং বিভাগ সাজিয়েছে স্পিনারদের নিয়েই। একাদশে কোনো বদল নেই।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের পেছনের রেকর্ড মোটেও ভালো কিছু নয়। এখন পর্যন্ত বিশ^কাপে তিনবার ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করেছে বাংলাদেশ। কোনোবারই জিততে পারেনি। জেতা তো অনেক দুরের কথা। লড়াইটাই যে হয়নি। এই তিন ম্যাচের হারের ব্যবধানই সেই প্রমাণ দিচ্ছে। ৩৬, ৪৯ ও ৬০ এই ব্যবধানে এই তিন ম্যাচ হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচেই বাংলাদেশ অলআউট হয়েছে একশ’র নিচে।

আজ কি সেই হিসেব বদলে দিতে পারবে বাংলাদেশ?

সম্পর্কিত খবর