মেসির ফেরার দিনে জিততে পারল না আর্জেন্টিনা

মেসির ফেরার দিনে জিততে পারল না আর্জেন্টিনা

ম্যাচটার কথা বহু দিন মনে রাখবে আর্জেন্টিনা। না, ম্যাচের ঘটনার জন্য নয়। বরং তার আগে যেসব ঘটনা ঘটল তার কারণে। নানা ঝক্কি পোহানোর পর আর্জেন্টিনা মাঠে নেমেছিল ভেনেজুয়েলার বিপক্ষে। সেই ম্যাচ থেকে অবশ্য জয় তুলে নিতে পারেনি আকাশী সাদারা। স্বাগতিক ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছে কোচ লিওনেল স্কালোনির দল।

লিওনেল মেসি কোপা আমেরিকার ফাইনালের পর আজই প্রথম মাঠে নেমেছিলেন। ৩৭ বছর বয়সী এই মহাতারকা খেলেছেনও বেশ ভালো। ১৩ মিনিটে নিকলাস অটামেন্ডির গোলে পরোক্ষ অবদানও রেখেছেন তিনি।

এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার ম্যাচটা শুরু হতে দেরি হয়েছিল প্রায় আধাঘণ্টা। তুমুল বৃষ্টির কারণে ম্যাচটা শুরু হয় ৩০ মিনিট পর। এরপরও যখন খেলা শুরু হয়, তখনও মাঠ ছিল বেশ ভারী।
তবে আর্জেন্টিনা ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে গিয়েছিল। প্রথমার্ধের বাঁশি বাজার আগ পর্যন্ত সে লিড তারা ধরেও রেখেছিল।

বিপত্তিটা বাঁধে ৬৫ মিনিটে। ইয়েফারসন সতেলদোর পাস থেকে সলোমন রনদনের হেডার বলটা আছড়ে ফেলে আর্জেন্টিনার জালে। তাতেই ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।
এই ড্রয়ের পরও শীর্ষেই আছে আর্জেন্টিনা। ৯ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট তাদের। আগামী মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে খেলবে দলটা।

সম্পর্কিত খবর