ভারতে অনেকেই খারাপ সময় কাটায়, বললেন বাংলাদেশ কোচ
হতাশার ভারত সফরের শেষ দিকে আছে বাংলাদেশ। আর বাকি একটা ম্যাচ। এই ম্যাচের আগ পর্যন্ত একটা ম্যাচেও জিততে পারেনি দল। তবে দলের ফিল্ডিং কোচ নিক পোথাস নজর দিচ্ছেন ইতিবাচক দিকে।
ভারতে বড় বড় দলও গিয়ে খাবি খায়। অনেক বড় দলের জন্য এই মাটিকে মনে করা হয় চূড়ান্ত চ্যালেঞ্জ হিসেবে। সেটা আরও একবার মনে করিয়ে দিলেন পোথাস।
এরপর তিনি জানালেন সামনে থাকা চ্যাম্পিয়ন্স ট্রফির কথাও। তিনি বলেন, ‘ভারতে অনেক দলই এসে বাজে সফর কাটিয়ে যায়। আমাদেরকে যেদিকে নজর দিতে হবে তা হচ্ছে শিখতে পারছি কী না, সামনের দিকে তাকাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে সামনে, টি-টোয়েন্টি আছে।’
ভারতের মাটি সব দলের জন্যই কঠিন। সেখানে সফর করতে পেরে নিজেদের ভাগ্যবানও ভাবছেন পোথাস। তার ভাষ্য, ‘আমরা সবসময়ই জিততে চাই, দুনিয়ার যেকোনো খেলাতেই এটি সবাই করে থাকে। তবে আমাদের বাস্তবিকভাবেও চিন্তা করতে হবে। আমরা কিছুটা ভাগ্যবানও যে ভারত সফরে আসতে পেরেছি। কারণ এখানে অনেক কিছু শেখা হয়েছে আমাদের। শিক্ষাটা সৎভাবে হতে হবে।’
সাফল্যের জন্য টানা শিখে যাওয়ার গুরুত্ব কেমন, তাও জানালেন পোথাস। তিনি বলেন, ‘আপনি চাইলে বিশ্বের সেরা কারও সাথে কথা বলে দেখতে পারেন, তারা আপনাকে বলবে যে, প্রতিদিনই শেখার দিন। যখন আপনি শেখা বন্ধ করে দেবেন, তখনই সমস্যা শুরু হবে। ফলে এটা কোনো সমস্যা নয় আমাদের। এমনকি ভারতের সূর্যকুমার যাদবও ম্যাচ শেষে বলেছিল সে অনেক কিছু শিখেছে, কীভাবে বোলারদের ব্যবহার করতে হবে। সবসময় আপনাকে শিখতে হবে।’