মুস্তাফিজ-তামিমের পর থিসারাকে দলে নিল ঢাকা

মুস্তাফিজ-তামিমের পর থিসারাকে দলে নিল ঢাকা

ঢাকা আরও একবার খেলবে নতুন এক ফ্র্যাঞ্চাইজির অধীনে। আসছে বিপিএলে ঢাকা ক্যাপিটালস নামে খেলবে দলটা। মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, অ্যালেক্স হেলসকে দলে টেনেছিল আগেই। এবার অলরাউন্ডার থিসারা পেরেরাকে দলে টেনে আরও এক চমক দিয়েছে দলটা। 

ঢাকা ক্যাপিটালস কয়েকদিন আগে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে সাইন করেছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকেও গতকাল দলে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি।

স্থানীয়দের পাশাপাশি ঢাকা ক্যাপিটালস দারুণ সব বিদেশি ক্রিকেটারও দলে টানছে। উইন্ডিজ ক্রিকেটার জনসন চার্লস, ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকে নিয়ে আগেই দল ভারি করেছে ঢাকা। 

সঙ্গে তারা কিছুক্ষণ আগে নিজেদের ফেসবুকে জানিয়েছে থিসারা পেরেরাও আসছেন তাদেরই দলে। সবকিছু ঠিকঠাক থাকলে পুরো মৌসুমই তাদের হয়ে খেলবেন লঙ্কান এই অলরাউন্ডার।

সম্পর্কিত খবর