শামির অপেক্ষা বাড়ল, ভারতের সহ-অধিনায়ক বুমরাহ

শামির অপেক্ষা বাড়ল, ভারতের সহ-অধিনায়ক বুমরাহ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। মোহাম্মদ শামি চোট থেকে পুরোদমে সেরে না ওঠায় দলে ফিরতে পারেননি। এদিকে ভারত তাদের সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে জসপ্রীত বুমরাহর নাম।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন হয়নি, তবে এবার বুমরাহকে সহ-অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভারত তিন পেসার (বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ) এবং চার স্পিনার (অশ্বিন, জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব) নিয়ে মাঠে নামবে। রিজার্ভে রয়েছেন হারশিত রানা, নীতিশ কুমার রেড্ডি, মায়াঙ্ক যাদব ও প্রসিধ কৃষ্ণ।

প্রথম টেস্ট শুরু হবে ১৬ অক্টোবর বেঙ্গালুরুতে, দ্বিতীয় টেস্ট ২৪ অক্টোবর পুনেতে, এবং তৃতীয় টেস্ট ১ নভেম্বর মুম্বাইতে।

ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), ইয়াশভি জায়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ।

সম্পর্কিত খবর