অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই চান কাবরেরা
দুই দুলের র্যাঙ্কিংয়ের পার্থক্যটা দেখুন, ১৫৬ ধাপের। অস্ট্রেলিয়া র্যাঙ্কিংয়ের ২৭তম দল, আর বাংলাদেশ ১৮৩তম। দুই দলের সবশেষ দেখায় অস্ট্রেলিয়া জিতেছিল যথাক্রমে ৫-০ আর ৪-০ ব্যবধানে। এমন এক দলের বিপক্ষে জয় পাওয়া প্রায় অসম্ভব বিষয়ই। তাই ম্যাচের আগে কোচ হাভিয়ের কাবরেরা পা রাখলেন মাটিতেই। জানালেন, দলের কাছে লড়াই চান তিনি।
সংবাদ সম্মেলনে কাবরেরা জানালেন, সকারুজদের বিপক্ষে ভালো খেলতে পারলেও সেটা ইতিবাচক বিষয় হবে। তিনি বলেন, ‘এ ম্যাচটা নিজেদের আরও উচ্চতায় নিয়ে যাওয়ার ম্যাচ। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলাটা বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ইতিবাচক একটা ব্যাপার হবে।’
অস্ট্রেলিয়া বেশ কঠিন দল। খেলেছে বিশ্বকাপের শেষ ১৬তে। তাদের বিপক্ষে লড়াকু মনোভাব চান কোচ। তার কথা, ‘অস্ট্রেলিয়া অনেক কঠিন দল। এটা নিশ্চিত তারা আমাদের ওপর আধিপত্য বিস্তার করেই খেলবে। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে, কোনওভাবেই যেন লড়াকু মনোভাবে ঘাটতি না দেখা দেয়। খেলোয়াড়দের নিজেদের করণীয়টা ঠিকমতো করতে হবে। নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে হবে।’
আগামী ১৬ নভেম্বর মেলবোর্নের অ্যামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় অজিদের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। সে ম্যাচের জন্য আগামীকাল ১১ নভেম্বর রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।