বিশ্বকাপ শেষে বিদায় বলবেন ডোনাল্ড

বিশ্বকাপ শেষে বিদায় বলবেন ডোনাল্ড

দেশের ক্রিকেটে চলছে টালমাটাল অবস্থা। খেলোয়াড়রা নেই ছন্দে। কোচিং প্যানেল নিয়েও উঠেছে নানান সমালোচনা। এই সময়েই চুক্তির একদম শেষ পর্যায়ে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডসহ স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, ফিজিকাল পারফর্ম্যান্স বিশেষজ্ঞ নিক লি, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন।

বাংলাদেশের পেস অ্যাটাককে নিশ্চিতভাবেই একটা ভালো অবস্থানে নিয়ে এসেছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার ডোনাল্ড। বিশ্বকাপের আগে অনেকেই এটি মেনেছেন বাংলাদেশ অন্যতম পেস আক্রমণ নিয়ে আসছে টুর্নামেন্টে। তবে সেই সকল আশাতেই যেন গুড়েবালি। আসরজুড়ে পেসাররা ছিলেন নিষ্প্রভ। আবার সাকিবের টাইমড আউট নিয়ে ডোনাল্ডের মন্তব্য, যা ভালোভাবে নেয়নি বোর্ড। সব মিলিয়ে আলোচনার একটা বড় অংশজুড়ে এখন তিনি।

চুক্তি অনুযায়ী, চলতি আসর বাংলাদেশ দলের সঙ্গে ডোনাল্ডের শেষ অ্যাসাইনমেন্ট। এবং তিনিও জানিয়েছেন বিশ্বকাপের পর চুক্তি শেষ হলে সেটিকে আর বাড়াবেন না। এমনকি গণমাধ্যমের খবর অনুযায়ী জানা যায়, ভারত থেকেই সরাসরি নিজ দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন ডোনাল্ড।

 

সম্পর্কিত খবর