ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দল
চলতি মাসের শেষ দশকে বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল ঢাকা পৌঁছেছে আজ সকালে।
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছি। যে কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গিয়েছিল।
সঙ্গে দক্ষিণ আফ্রিকার এই সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে নিরাপত্তা আশ্বাসের পর দলটি আসতে সম্মত হয়। দক্ষিণ আফ্রিকা দল আজ সকাল ৮:৪০ মিনিটে ঢাকায় পৌঁছায়।
২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশে টেস্ট সিরিজ খেলেছে প্রোটিয়ারা। ওই সিরিজের উভয় টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়েছিল। তবে এর বাইরে প্রোটিয়ারা বাংলাদেশে খেলা ১৪টি টেস্টের সবকটিতেই জয়ী হয়েছিল।
প্রথম টেস্ট ২১ অক্টোবর ঢাকায় শুরু হবে এবং দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ২৯ অক্টোবর থেকে শুরু হবে।