৪০ বছরের অ্যাশেজ-প্রথা ভাঙল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় অ্যাশেজ হলে প্রথম টেস্টটা হয় ব্রিসবেনে। শেষ ৪০ বছর ধরে এই প্রথাই চলে আসছিল। তবে সেটা ভেঙে যাচ্ছে এবার। ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট আয়োজন করবে পার্থ। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অজিদের ঐতিহাসিক অ্যাশেজ ট্রফি ধরে রাখার চেষ্টা শুরু হবে পার্থ স্টেডিয়ামে, ম্যাচটা শুরু হবে আগামী ২১ নভেম্বর। ব্রিসবেন আয়োজন করবে দ্বিতীয় টেস্টটা। যা আবার হবে দিবা রাত্রির ম্যাচ। ম্যাচটা শুরু হবে ৪ ডিসেম্বর।
এরপর বড় দিনের আগে টেস্টটা হবে অ্যাডিলেডে। ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট হবে মেলবোর্নে। নিউ ইয়ার টেস্ট মাঠে গড়াবে সিডনিতে।
পার্থের মাঠটা হবে নতুন ভেন্যুতে। এই স্টেডিয়াম অস্ট্রেলিয়ার অষ্টম ভেন্যু হিসেবে অ্যাশেজ টেস্ট আয়োজন করতে চলেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ইভেন্ট ও অপারেশনের নির্বাহী জেনারেল ম্যানেজার জোয়েল মরিসন বলেন, ভ্রমণ ও থাকার জন্য বিপুল সংখ্যক ভ্রমণকারী সমর্থকদের চাহিদার কারণে সময়সূচি আগেভাগে প্রকাশ করা হয়েছে।
২০২৫/২৬ অ্যাশেজ সিরিজের ম্যাচের সময়সূচি:
প্রথম টেস্ট, পার্থ: ২১-২৫ নভেম্বর, ২০২৫
দ্বিতীয় টেস্ট, ব্রিসবেন (দিবা-রাত্রি): ৪-৮ ডিসেম্বর
তৃতীয় টেস্ট, অ্যাডিলেড: ১৭-২১ ডিসেম্বর
চতুর্থ টেস্ট, মেলবোর্ন: ২৬-৩০ ডিসেম্বর
পঞ্চম টেস্ট, সিডনি: ৪-৮ জানুয়ারি, ২০২৬