সাকিবকে নিয়েই বাংলাদেশ দল ঘোষণা

সাকিবকে নিয়েই বাংলাদেশ দল ঘোষণা

দেশের মাটিতে অনুষ্ঠেয় দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সাকিব আল হাসান বিদায় বলবেন টেস্ট ক্রিকেটকে। তবে তিনি এই সিরিজে খেলতে পারবেন কি না, তা নিয়ে ছিল শঙ্কা। শেষমেশ তাকে রেখেই সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

সাকিব তো আছেনই, ভারত সফরের টেস্ট স্কোয়াডে থাকা দলের সঙ্গে এই দলের পার্থক্য নেই। গেল সিরিজের দলটাকেই দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে থাকা দল থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ।

বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ। প্রথম টেস্ট ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২১ অক্টোবর মাঠে গড়াবে। 

এরপর দ্বিতীয় টেস্ট আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। এই সিরিজের প্রথম টেস্ট খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন সাকিব।

১ম টেস্টের বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা। 

সম্পর্কিত খবর