৪৬ রানে অলআউট হয়ে বিব্রতকর রেকর্ড গড়ল ভারত
পাঁচটা শূন্য, সংখ্যার পাশে নামগুলো পড়ে দেখুন একবার। বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন... এই পাঁচ স্বীকৃত ব্যাটার রানের খাতা খুলতে পারেননি, আরও চার জন রানের খাতা খুলেছেন বটে, কিন্তু দুই অঙ্ক ছুঁতে পারেননি। সব মিলিয়ে ভারতের স্কোরকার্ডের চেহারাটা দাঁড়িয়েছে একটা টেলিফোন ডিজিটের মতো।
পাঁচ স্বীকৃত ব্যাটার শূন্য, আরও চারজন এক অঙ্কের রানে আউট হলে দলের পরিণতি কেমন হয়? ভারতেরও হয়েছে তাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রান তুলতেই অলআউট হয়ে গেছে দলটা। নিজেদের দেশের মাটিতে সর্বনিম্ন রানে অলআউটের বিব্রতকর রেকর্ডও গড়ে ফেলেছে রোহিত শর্মার দল।
অথচ দুই দলের সাম্প্রতিক পারফর্ম্যান্সের গ্রাফ ছিল বিপরীতমুখী। ভারত দারুণ খেলে বাংলাদেশকে টেস্ট সিরিজে হারিয়েছে ২-০ ব্যবধানে। ওদিকে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা থেকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে এসেছিল। যার ভেতর একটা ম্যাচে আবার ইনিংস ব্যবধানেই হেরেছে দলটা।
তবে বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে পরিস্থিতিটা ১৮০ ডিগ্রি বদলে গেল। বৃষ্টিভেজা প্রথম দিনের পর দ্বিতীয় দিন টস জিতে অধিনায়ক রোহিত শর্মা নেন ব্যাট করার সিদ্ধান্ত। সেটাই কাল হয়ে দাঁড়াল রীতিমতো। উইল ও রোর্কে আর ম্যাট হেনরির মুভমেন্টের সামনেই নাজেহাল হলো ভারত। দুই অঙ্কে যেতে পারলেন স্রেফ দুই ভারতীয় ব্যাটার।যশস্বী জয়সওয়াল আর ঋষভ পান্তের এই ইনিংসদুটোও অবশ্য ২০ রানের বেশি হয়নি। ইনিংস সর্বোচ্চ ২০ করেন পান্ত, আর যশস্বী ১৩ রানে আউট হন।
এর আগে পরে রোহিত, কোহলি, রাহুল সরফরাজরাও কিছু করতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের পর সামাল দিয়েছিলেন দুই রবি অশ্বিন আর জাদেজা, আজ তারাও ব্যর্থ। কাউকেই সামনে এসে বুক চিতিয়ে দাঁড়াতে দেননি রোর্কে আর হেনরি। শেষ জন এই ইনিংস শেষ করেন ৫ উইকেট নিয়ে, তাতে টেস্ট ক্যারিয়ারের শততম উইকেটের দেখাও পেয়ে যান তিনি।
আর এদিকে ভারত গড়ে ফেলে তাদের নিজেদের দেশে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড। ৪৬ রানই এখন ভারতের মাটিতে তাদের সবচেয়ে কম রানে আউটের নজির। এর আগে ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা অলআউট হয়েছিল ৭৫ রানে। সব মিলিয়ে এটা অবশ্য তাদের সর্বনিম্ন নয়, ২০২০ সালে অ্যাডিলেইডে পিঙ্ক বল টেস্টে দলটা ৩৬ রানে অলআউট হয়েছিল। সেটাই দলটার ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নজির।