সিরিজ জিততে জ্যোতিদের সামনে ১৬৭ রানের লক্ষ্য
আরও একটি ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে পাকিস্তানের বিপক্ষে কোনো ফরম্যাটেই সিরিজ জিতেছিল না মেয়েরা। তবে সেই খরা কেটেছে সফরের শুরুতেই। টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে। সেই আত্মবিশ্বাস ধরে আরও একটি সাফল্য ছোঁয়ার দ্বারপ্রান্তে নিগার সুলতানা জ্যোতির দল।
ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জিতে সমতা আনে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে জিতে সিরিজ জয়ের লক্ষ্যে মিরপুরে আগে বোলিংয়ের সুযোগ পায় তারা। শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের ইনিংস থামে ১৬৬ রানে।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার সাদাফ সামস ও সিদরা আমিন। ২০তম ওভারে নাহিদা আক্তারের লেগ বিফোরের ফাঁদে সাদাফ (৩১) ফিরলে ভাঙে তাদের ৬৫ রানের জুটি। এরপরই জ্যোতিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু হয় সফরকারীদের ব্যাটিংয়ের ছন্দপতন।
বাকি ব্যাটাররা যাওয়া-আসার মধ্যে থাকলেও নিজ উইকেটে অনড় থাকেন সিদরা। পুরো ৫০ ওভার রাখেন উইকেট বাঁচিয়ে। তার ১৪৩ বলে সময় উপযোগী ৮৪ রানের ভরেই ১৬৬ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তান।
সর্বোচ্চ তিনটি উইকেট নেন সিরিজে দারুণ ছন্দে থাকা নাহিদা আক্তার। রাবেয়া খান নেন দুটি উইকেট।