ভালোবাসুন বা ঘৃণা করুন, আমি পরোয়া করি না: সাকিব

ভালোবাসুন বা ঘৃণা করুন, আমি পরোয়া করি না: সাকিব

সাকিব আল হাসানকে নিয়ে সরগরম বাংলাদেশ ক্রিকেট। শুধু কি ক্রিকেট, সরকারের মাথাব্যথার তালিকাতেও সাকিব যুক্ত হয়েছিলেন শেষ কিছু দিনে। তবে সব ‘সোপ অপেরা’ শেষ হয়েছে গতকাল, নানা নাটক শেষে সাকিবের আর দেশে ফেরা হয়নি। ঠিক এরপরই তিনি একটা ভিডিওতে দিলেন সাকিবসুলভ এক বার্তা। জানালেন, ভালোবাসুন বা ঘৃণা করুন, আমি পরোয়া করি না!

সাকিব তার আগে স্পোর্টস বাংলাকে জানিয়ে দিয়েছিলেন যে শেষ টেস্টটা খেলতে তিনি আর দেশে ফিরছেন না। বিষয়টা যে স্বেচ্ছায় হয়নি, তা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথাতেই স্পষ্ট।

আসিফ মাহমুদ বলেন, ‘সাউথ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজে কোনপ্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আপাতত তার দেশে খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিতে হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার আশু ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’

ঠিক এরপরই সাকিবের একটি ভিডিওবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। ভিডিওটি আসে বাংলা টাইগার্সের পেজ থেকে। এই ফ্র্যাঞ্চাইজিটির দুটি দলে খেলেন সাকিব। আসছে আবুধাবি টি-টেন মৌসুমে দলটির আইকন খেলোয়াড়ও তিনি।

সে পেজ থেকে যে ভিডিও প্রকাশ পেল তার, তা অবশ্য খেলার বিষয়বস্তু আছে সামান্যই। বরং খেলার বাইরের বিষয়বস্তুই তিনি, যেখানে ফুটে উঠেছে সাকিবের চিরচেনা সেই খেয়ালি মনোভাব।
সাকিব সেখানে বলেন, ‘আমার জীবন, আমার নিয়ম, আমার ধরন, আমার আচরণ। আমাকে ভালোবাসুন কিংবা ঘৃণা করুন, আমি পরোয়া করি না। কিন্তু আমার সঙ্গে খেলবেন না।’

ভিডিওটা যতই বাংলা টাইগার্সের পেজ থেকে প্রকাশ পাক, দেশের মাটিতে শেষ টেস্টটা খেলার স্বপ্নভঙ্গের পর কথাগুলো কি এখন সাকিবেরই মনের কথা নয়?

সম্পর্কিত খবর