তামিমের পর সাকিবের দলেও নাম লেখালেন হৃদয়

তামিমের পর সাকিবের দলেও নাম লেখালেন হৃদয়

টানা দুই বিপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ডেরায় খেলবেন তাওহীদ হৃদয়। গেল বার খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে, এবারের তিনি খেলবেন আরেক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে। 

শেষ কিছু দিনে দারুণ ছন্দে থাকা হৃদয় আবুধাবিতে অনুষ্ঠেয় টি-টেন লিগের আসছে আসরে খেলবেন বাংলাদেশ ব্যাটার তাওহীদ হৃদয়। তিনি খেলবেন বাংলাদেশ টাইগার্সের হয়ে, যে দলের আইকন ক্রিকেটার আবার সাকিব আল হাসান। 

শুধু আইকন নয়, দলের অধিনায়কও সাকিব। এছাড়াও আরেক তারকা ক্রিকেটার রশিদ খানও আছেন একই দলে। গতকাল আবুধাবি টি-টেনের প্লেয়ার্স ড্রাফট থেকে হৃদয়কে দলে টেনেছে দলটা।

এই দলে সাকিব-রশিদ-তাওহীদ বাদেও লিয়াম লিভিংস্টোন, ইফতিখার আহমেদ, দীনেশ কার্তিকরা আছেন। গেল মৌসুমের দল থেকে বাংলা টাইগার্স রেখে দিয়েছে জশ লিটল, দাসুন শানাকা আর হজরতউল্লাহ জাজাইকে।

সম্পর্কিত খবর