অক্টোবরে পুরুষদের সেরা রাচিন, মেয়েদের ম্যাথিউস
বিশ্বকাপে যারা নিজেদের দারুণভাবে মেলে ধরেছেন তাদের মধ্যে অন্যতম কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। বিশ্বকাপের শুরুর ম্যাচ থেকেই সবার নজরে তিনি। কেনই বা থাকবেন না। বিশ্বকাপে খেলেছেন কেবল নয় ম্যাচ। আর তাতেই নিউজিল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন রাচিন। তরুণ বয়সেই এমন দুর্দান্ত ফর্মের জানান দেয় বাঁহাতি এই ব্যাটার জিতলেন গত মাসের আইসিসির মাস সেরার পুরস্কার।
শুক্রবার অক্টোবর মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
বাংলাদেশের নাহিদা আক্তার ও কিউই এমিলিয়া কারকে পেছনে ফেলে নারীদের ফরম্যাটে এই খেতাব জেতেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস। দ্বিতীয়বারের মতো এই খেতাব জিতলেন তিনি। এর আগে জিতেছিলেন ২০২১ সালের নভেম্বর মাসের।
অক্টোবরে খেলা ছয় ম্যাচে ৮১ দশমিক ২০ গড়ে রাচিন করেন ৪০৬ রান। একইসঙ্গে নেন ৩ উইকেট। নজরকাড়া এই পারফর্মে তিনি পেছনে ফেলেন যশপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের মতো তারকাদের।