নতুন কোচের অধীনেও পুরোনো পরিকল্পনায় খেলবে বাংলাদেশ

নতুন কোচের অধীনেও পুরোনো পরিকল্পনায় খেলবে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা শুরু ২১ অক্টোবর। তার এক সপ্তাহেরও কম সময় বাকি থাকতে নতুন কোচ এসেছেন বাংলাদেশ দলে। ফিল সিমন্স ১৬ অক্টোবর এসেই অবশ্য কাজ শুরু করে দিয়েছিলেন। কারণ হাতে সময় ছিল কম।

তবে কোচ সিমন্সের অধীনেও দক্ষিণ আফ্রিকা সিরিজে পরিকল্পনায় খুব একটা পরিবর্তন আসছে না বাংলাদেশের, বিষয়টা জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘যেহেতু ৫ দিন আগে সবকিছু পরিবর্তন হয়েছে, তবে আমি মনে করি যে এই কোচ যখন এসেছে, তিনি এই পর্যন্ত খুব বেশি পরিকল্পনা এখন পর্যন্ত দেয়নি। নতুন মানুষ উনি, বোঝার চেষ্টা করছেন।’

ঘরের মাটিতে এই সিরিজ বলেই নিজেদের অভিজ্ঞতার ওপর ভরসা রাখছেন অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘আমরা যারা খেলোয়াড়রা আছি, আমি ক্যাপ্টেন হিসেবে আমি জানি এই টেস্টে আমি কী করতে চাই। আমাদের দলটা কীভাবে খেলতে চাই। তো প্রত্যেকটা খেলোয়াড় তাদের ভূমিকা সম্পর্কে জানে। কোচকে আমি আমার পরিকল্পনাটা জানিয়েছি, তিনি একমত এই বিষয়ে।’

‘আমরা যেহেতু এই মাঠে অনেক ম্যাচ খেলেছি, খুব ভালো একটা অভিজ্ঞতা আছে। ওই অভিজ্ঞতাটাই কাজে লাগাব। আগের কোচ বা এখনকার কোচ এত কিছু মেলানোর প্রয়োজন আমি মনে করি না। এই মাঠে খেলার জন্য আমাদের খেলোয়াড়রা অনেক অভিজ্ঞ।’

তবে নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না, অভিমত বাংলাদেশ অধিনায়কের। তার মতে, চলতি সিরিজ শেষের আগেই বোঝাপড়াটা হয়ে যাবে কোচের সঙ্গে দলের।

শান্ত বলেন, ‘যেদিন তিনি এসেছেন, তিনি এসেই দলের সবার সঙ্গে দেখা করেছেন। আমার সঙ্গে বেশ কিছু আলাপ ইতোমধ্যেই হয়েছে। দলের পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করেছেন। এখন পর্যন্ত খুব ভালো। তবে এখনও খুবই নতুন। আমরা খুব ভালো জানি না তাকে। আশা করছি দুই এক টেস্টের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাবে।’

সম্পর্কিত খবর