সাকিবকে মিস করবেন হাথুরু
চোটের কারণে আগামীকাল (শনিবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম রাউন্ডের নিজেদের শেষ ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ দল। দলের সবচেয়ে বড় শক্তি এবং নেতৃত্ব প্রদানকারীকে না পেয়ে স্বাভাবিকভাবেই সাকিবকে মিস করবে পুরো দল। অস্ট্রেলিয়া ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহেও জানালেন একই কথা।
আঙ্গুলে চোট নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে এবারের আসরে নিজের সবচেয়ে ভালো পারফরম্যান্সটি দেখিয়েছেন টাইগার অধিনায়ক। ব্যাট হাতে করেছেন ৮২ রান এবং বল হাতে তুলে নিয়েছেন ২ উইকেট। ব্যাটিং করার সময়ে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন। এরপর এক্সরেতে সাকিবের আঙুলে চিড় ধরা পড়ে। তাই তাকে কিছুদিন থাকতে হবে মাঠের বাইরে। এরই মধ্যে দেশে ফিরেছেন সাকিব।
দলের সেরা খেলোয়াড়কে ছাড়া একাদশ সাজানোটাও হয়ে দাঁড়িয়েছে বেশ কঠিন। এই বিষয়ে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, ‘যখন আপনার কাছে সাকিবের মতো ক্রিকেটার থাকবে, বিশ্বের এক নম্বর অলরাউন্ডার, একজন ক্রিকেটার যে দুজনের কাজ করে, তাকে ছাড়া নতুন কম্বিনেশনে খেলাটা কঠিন। সাকিব না থাকায় বোলিংয়ে যে শূন্যতা তৈরি হবে, সেটা একজন স্পিনার কিংবা একজন পেসার দিয়ে পূরণ করার চেষ্টা আমরা করব। ব্যাটিংয়ে সাকিবকে মিস করতে যাচ্ছি, তার নেতৃত্বের অভাবও বোধ করবে পুরো দল। সুতরাং এটা আমাদের জন্য কঠিন।’
বাঁচা মরার গুরুত্বপূর্ণ লড়াইয়ে সাকিবকে ছাড়াই অজিদের বিপক্ষে আগামীকাল মাঠে নামছে টাইগাররা। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করতে কালকের ম্যাচটি জেতা বাংলাদেশের জন্য কতটা জরুরি তা জানা আছে পুরো দলেরই। তাই নিজেদের সর্বোচ্চটা নিয়েই মাঠে নামবে দল এমনতাই প্রত্যাশা করে সমর্থকরা। সাকিবের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।