বাংলাদেশকে পেছনে ফেলল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশকে পেছনে ফেলল দক্ষিণ আফ্রিকা

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ মিরপুর টেস্টের প্রথম দিনেই চলে গেছে ব্যাকফুটে। ১০৬ রানে অলআউট হয়েছে। এরপর বোলারদের দারুণ লড়াইয়ের পরও দক্ষিণ আফ্রিকা লিড নিয়ে নিয়েছে। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেট খুইয়ে ১০৮ রান। 

দিনের শুরু থেকেই একটু একটু করে কোণঠাসা হয়েছে স্বাগতিকরা। উইকেটে খানিকটা ঘাসের আস্তরণ ছিল, সে কারণে টস জিতে দক্ষিণ আফ্রিকার দুই পেসার ভিয়ান মুলডার আর কাগিসো রাবাদার মুখোমুখি হওয়ার সিদ্ধান্তটাকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আত্মঘাতীই মনে হয়েছে।

মিরপুরে আজ সকালে প্রোটিয়াদের প্রলয়নাচনের শুরুটা করেন মুলডার। সাদমান ইসলামকে দিয়ে শুরু, এরপর পজিশন বদলে তিনে নামা মুমিনুল হক, আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফেরান তিনি। এরপর রাবাদার পেস আর কেশভ মহারাজদের স্পিনের সামনে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন একাদশে ফেরা মাহমুদুল হাসান জয়। 

জবাবে দক্ষিণ আফ্রিকা ইনিংসের প্রথম ওভারে এইডেন মার্করামকে ফিরিয়ে আশা জাগিয়েছিলেন হাসান মাহমুদ। তবে টনি ডি জর্জির সঙ্গে মিলে ত্রিস্তান স্তাবস দলকে ৫০ পর্যন্ত নিয়ে যান। এরপর তাইজুল ফেরান ত্রিস্তানকে। চা বিরতি পর্যন্ত এই দুই উইকেটই ছিল বাংলাদেশের সম্বল। 

বিরতির পর তাইজুল একে একে তুলে নেন তিন উইকেট। প্রথমে ডেভিড বেডিংহ্যামকে ফেরান তিনি। তবে ডি জর্জি আর রায়ান রিকলটন মিলে চতুর্থ উইকেটে প্রতি আক্রমণ করে বাংলাদেশের ১০৬ রানের খুব কাছাকাছি নিয়ে যান দলকে।

তবে প্রোটিয়ারা যখন ৭ রানের দূরত্বে ছিলেন তখনই জোড়া আঘাত হানেন তাইজুল। প্রথমে ডি জর্জি, এরপর ম্যাথিউ ব্রিটজকেকে ফেরান তিনি। তিন অঙ্কে পৌঁছানোর আগেই অর্ধেক ইনিংস হাওয়া হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। এরপরও অবশ্য বাংলাদেশের ১০৬ অনায়াসেই পার হয়ে গেছে সফরকারীরা, তাতে ঢাকা টেস্টের চালকের আসনেও চলে এসেছে দলটা। 

সম্পর্কিত খবর