ময়মনসিংহ টি-১০ ক্রিকেট শুরু

ময়মনসিংহ টি-১০ ক্রিকেট শুরু

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে শুরু হলো ময়মনসিংহ টি-১০ - ২০২৪ সিজন-১। সোমবার (২১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে ১৬ দলীয় এই ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার জনাব আল আমিন।

ময়মনসিংহ টি-১০ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় কৃষ্টপুর স্পোর্টিং ক্লাব বনাম বাঘমারা বুলেটস স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের অ্যাম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন জুনায়েদ ও সামিউল আজিম। ম্যাচ রেফারি ছিলেন তৌকির জামান শাওন।

খেলা উপভোগ করতে খেলোয়াড়, বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। ময়মনসিংহ টি-১০ টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হিসাবে আছে ইনায়েত লাইটিং। মিডিয়া পার্টনার হিসাবে আছে স্পোর্টস বাংলা ডট নিউজ

অংশগ্রহকারী দল-
কৃষ্টপুর স্পোর্টিং ক্লাব, বাঘমারা বুলেটস স্পোর্টিং ক্লাব, বাঘমারা কিংস ইলেভেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, ক্রিকেট স্টার প্লেয়ার (সিএসপি), ফ্রেন্ডস ক্রিকেট একাডেমি, গাজী রাইসিং স্পোর্টিং ক্লাব, হিমেল ফটোগ্রাফি, কেওয়াটখালী ভাইপারস, কৃষ্টপুর ফ্যালকনস, এমএআরকেএস স্পোর্টিং ক্লাব, ময়মনসিংহ মেভেরিক, নওমহল বেস্ট ইলেভেন, পুরোহিতপাড়া লিমিটল্যাস পাওয়ার, আরকেএম ডমিনেটর্স এবং সাহায্যের ডাকপিয়ন।

সম্পর্কিত খবর